শেখ হাসিনা ফিরে আসলে সাধারণ মানুষই ব্যবস্থা নেবে: মির্জা ফখরুল
Published: 29th, April 2025 GMT
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই বলছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা আবার ফিরে আসবেন। এ বিষয়ে বিএনপিকে কিছুই করতে হবে না, সাধারণ মানুষ তার ব্যবস্থা নেবে। তাকে আর এদেশে আসে কোনোদিন রাজনীতি করতে হবে না। সাধারণ মানুষের ওপর যে অন্যায় অত্যাচার হয়েছে এজন্য তারাই উপযুক্ত ব্যবস্থা নেবে।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচিতে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, সনাতন ধর্মের মানুষ বিএনপির আমলে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। কারণ বিএনপি একটি শান্তিপ্রিয় দল। ফেসবুক ইউটিউব নিয়ে সতর্ক করে তিনি বলেন তিনি বলেন, ফেসবুকে অসংখ্য মিথ্যা আসে। ইউটিউবে এমন এমন কথা বলে যা দেখে মানুষের মাথা খারাপ হয়ে যাবে। এগুলো দেখে বিভ্রান্ত হবেন না।
তিনি বলেন, এসব মিটিংয়ে মানুষের মুখ দেখেই বুঝা যায় তারা সবাই পরিবর্তন চায়। সবাই ভোট দিয়ে সরকার গঠন করতে চায়। বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল, নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপিকে নিয়েই তারা সেই সরকার গঠন করতে চায়। ধানের শীষ আপনাদের, যাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, কেউ আওয়ামী লীগের মতো অন্যায় করবেন না, অন্যায় করলে মানুষ ভালোবাসবে না। আওয়ামী লীগের মতো ছুড়ে ফেলে দেবে। সুতরাং অন্যায় যেন কেউ না করে সেদিকে খেয়াল রাখবেন। নিজেরা অনেক শক্তিশালী নিয়ে এ সব অপকর্ম প্রতিরোধ করবেন। সাধারণ মানুষের ওপর যেন কেউ অন্যায় অত্যাচার করতে না পারে। প্রয়োজনে অন্যায়কারীদের সরাসরি পুলিশের হাতে তুলে দেবেন।
আয়নাঘর ও শেখ হাসিনা সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ যাদের ভয় পেয়েছে তাদের গুম করেছে। ১৭০০ মানুষকে গুম করা হয়েছে। ৭ থেকে ৮ বছর পর্যন্ত তাদের আটকে রাখা হয়েছে। গোলাম আযমের ছেলে ফারুক ই আজমকে ৮ বছর গুম করে রাখা হয়েছে। সিলেটের এমপি ইলিয়াসের এখনও খবর পায়নি তার পরিবার।
এ সময় চিলারং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান হান্নু, পয়গাম আলী, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন। এ সময় বিএনপিসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও চিলারং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একই কর্মসূচিতে যোগ দেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম র জ ফখর ল ইসল ম আলমগ র ব এনপ র অন য য ফখর ল
এছাড়াও পড়ুন:
উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।
আরো পড়ুন:
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।
প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এমআর/রফিক