অস্ট্রেলিয়ার ভিডিও স্ট্রিমিং বাজার আগামী ছয় বছরে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেতে যাচ্ছে। মিডিয়া পার্টনার্স এশিয়ার (এমপিএ) সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, ২০৩০ সাল নাগাদ দেশটির ভিডিওশিল্পের আয় দাঁড়াবে ১২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা। বর্তমানে এই বাজারের ৬২ শতাংশই দখল করে আছে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো।
গবেষণা তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অস্ট্রেলিয়ার মোবাইল ও কানেক্টেড টিভি ব্যবহারকারীরা মোট ৭ দশমিক ১ বিলিয়ন মিনিট ভিডিও কনটেন্ট স্ট্রিম করেছেন। এর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি ৩৩ শতাংশ দখল করে আছে গুগলের মালিকানাধীন ইউটিউব। বৈশ্বিক স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স রয়েছে চতুর্থ স্থানে। দেশীয় প্রতিষ্ঠান ফক্সটেল ও নাইন এন্টারটেইনমেন্ট যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান ধরে রেখেছে।

ভ্যারাইটির এক প্রতিবেদনে জানা গেছে, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই খাতের বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৬ শতাংশ। এই সময়কালে অনলাইন ভিডিওর বাজার অংশীদারত্ব ৩২ থেকে বেড়ে ৬২ শতাংশে পৌঁছেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অস্ট্রেলিয়ার ৮২ শতাংশ পরিবারে কানেক্টেড টিভির উপস্থিতি এবং উচ্চগতির ইন্টারনেট–সুবিধা এই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে।

কথা হয় সিডনিতে ফক্সটেল গ্রুপের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের প্রধান নির্বাহী বাংলাদেশি যুবক ইফতেখারুল আলমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘স্ট্রিমিং এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি অস্ট্রেলিয়ানদের দৈনন্দিন জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আগামী দিনগুলোতে আরও উন্নত প্রযুক্তির সম্প্রসারণ এই বাজারকে আরও গতিশীল করবে।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে বয়স্ক দর্শকেরাও এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন এবং অন ডিমান্ড কনটেন্ট দেখার সুবিধায় অভ্যস্ত হয়ে পড়ছেন, ফলে তাঁরা ঐতিহ্যবাহী আইপি বা স্যাটেলাইট টিভি থেকে সরে আসছেন। স্ট্রিমিং এখন শুধু সিনেমা বা টিভি সিরিজের মধ্যেই সীমাবদ্ধ নেই, খেলাধুলার হাইলাইটস, স্পোর্টস শো ও লাইফস্টাইল প্রোগ্রামগুলোও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ফক্সটেলে আমরা এই পরিবর্তনশীল দর্শক চাহিদা পূরণে আমাদের স্ট্রিমিং পরিষেবাগুলোকে ক্রমাগত উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে সব ধরনের দর্শকই উচ্চমানের সুবিধাজনক বিনোদন উপভোগ করতে পারেন।’

ভ্যারাইটিকে মিডিয়া পার্টনার্স এশিয়ার (এমপিএ) নির্বাহী পরিচালক বিবেক কৌতোর ভাষ্যে, ‘অস্ট্রেলিয়ার বাজার বিশ্লেষণে আমরা দেখতে পেয়েছি যে গ্লোবাল প্ল্যাটফর্মগুলো তাদের বিশাল ব্যবহারকারীকে ভিত্তি করে বিজ্ঞাপনভিত্তিক মডেলের মাধ্যমে দ্রুত এগিয়ে যাচ্ছে। তবে স্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের প্রিমিয়াম স্পোর্টস কনটেন্ট এবং স্থানীয় প্রোগ্রামিংয়ের মাধ্যমে টিকে আছে।’
যদিও বাজার দ্রুত বাড়ছে, কিন্তু অর্থনৈতিক মন্দা এবং ভোক্তা খরচ কমে যাওয়ার মতো বিষয়গুলো এই প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

১০০ কোটি টাকার পাচারের অভিযোগ, জাহাঙ্গীরের নামে মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের সাবেক পিয়ন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালীর চাটখিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

আরো পড়ুন:

নাফিসা কামালসহ ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের মামলা

সাজিদ হত্যার তদন্তে সিআইডিকে জিজ্ঞাসাবাদের অনুমোদন 

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, প্রাথমিক অনুসন্ধানে উল্লেখযোগ্য প্রমাণ পাওয়ায় নোয়াখালীর চাটখিল থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তিনি আরো জানান, নোয়াখালীর চাটখিল উপজেলার এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান জাহাঙ্গীর আলম জাতীয় সংসদ সচিবালয়ে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করতেন। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রধানমন্ত্রীর দপ্তরে স্বল্প সময়ের জন্য ‘ব্যক্তিগত সহকারী’ হিসেবে দায়িত্ব পালন করেন। এই দায়িত্বই তাকে আর্থিকভাবে লাভবান করেছে মর্মে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।

জসীম উদ্দিন খান জানান, ২০১০ সালে জাহাঙ্গীর ‘স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড’ নামে একটি কোম্পানি গঠন করে বিকাশের ডিস্ট্রিবিউশন ব্যবসা নেন। কিন্তু এর আড়ালে তিনি অসংখ্য সন্দেহজনক ব্যাংকিং কার্যক্রম করেন। কোম্পানির নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক অঙ্কের টাকা জমা হয়, যার বৈধ উৎস পাওয়া যায়নি ও ব্যবসার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

সিআইডির এই কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টগুলোতে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন ব্যাংকে মোট ৫৬৫ কোটিরও বেশি টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ নগদে জমা হয়েছে দেশের নানা স্থান থেকে। এসব অর্থের উৎস অজানা এবং হুন্ডি ও মানিলন্ডারিং কার্যক্রমের সঙ্গে জড়িত বলে প্রাথমিক প্রমাণ মেলে।

বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন জানান, জাহাঙ্গীর আলম তার স্ত্রী কামরুন নাহার ও ভাই মনির হোসেনের সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধ অর্থ লেনদেন করতেন। জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ২০২৪ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং বর্তমানে ভার্জিনিয়ায় অবস্থান করছেন। বিদেশে তাদের বিনিয়োগ বা সম্পদ ক্রয়ের কোনো সরকারি অনুমোদন না পাওয়া গেলেও তারা যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ মেলে।

অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার, ভাই মনির হোসেন এবং প্রতিষ্ঠান স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড যৌথভাবে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা/মাকসুদ/সাইফ 

সম্পর্কিত নিবন্ধ

  • যশোরে জিআই পণ্য খেজুর গুড় তৈরির রস সংগ্রহে গাছ প্রস্তুতির উদ্বোধন
  • ১০০ কোটি টাকার পাচারের অভিযোগ, জাহাঙ্গীরের নামে মামলা