বেসরকারি ব্যাংকে চাকরি, সিএসই–তে পড়াশোনায় আবেদন
Published: 11th, May 2025 GMT
বেসরকারি ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘এন্টারপ্রাইজ সিস্টেম সাপোর্ট অফিসার (জেও–এসও)’ পদে জনবল নিয়োগে আবেদন শুরু হয়েছে ৮ মে। ব্যাংক এশিয়া এন্টারপ্রাইজ সিস্টেম সাপোর্ট অফিসার (জেও–এসও) পদে কতজন নিয়োগ দেবে, তা নির্ধারিত নয়। সৃজনশীল, আত্মপ্রণোদিত ও দলগত পরিবেশে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)।
আরও পড়ুন৪৬তম বিসিএস পরীক্ষার নতুন সময়সূচি জানা যাবে শিগগিরই৯ ঘণ্টা আগেঅভিজ্ঞতা
সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ব্যাংকিং খাতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের বয়স: নির্ধারিত নয়।
আবেদনের শেষ সময়: ১৮ মে ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
আবেদনের নিয়ম ও পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়ম, পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আরও পড়ুনএসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে বেশি নম্বর পেতে সাতটি কৌশল১০ মে ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিএটির প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ২৩ শতাংশ
পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি) পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) অনিরিক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির আলোচ্য সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ২৩ শতাংশ।
সোমবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (৮ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫.৮৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭.৬৫ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১.৭৬ টাকা বা ২৩ শতাংশ।
২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৭.৭৭ টাকা।
ঢাকা/এনটি/ইভা