রাজধানীর ছত্রিশ শতাংশ মানুষের ফোল্ডিং নম্বরই নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. এজাজ। এছাড়া অনেক কর্পোরেট অফিস ঠিকমত হোল্ডিং ট্যাক্স দেয় না। রাজধানীর কিছু আবাসিক এলাকার হোল্ডিং ট্যাক্স ডিএনসিসি পায় না। সবাই যদি সঠিকভাবে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করত তাহলে নগরবাসীকে আরও উন্নত সেবা দিতে পারতাম। 

রোববার রাজধানীর মহাখালীতে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ে ২০ দিনব্যাপী পৌরকর মেলার উদ্বোধনী আয়োজনে তিনি এ কথা বলেন।
 
মোহাম্মদ এজাজ বলেন, নাগরিক সেবা দিতে হলে জনবল প্রয়োজন। এজন্য জনবল নিয়োগ দিতে হবে। জনবল নিয়োগ দিলে তাদের বেতন দিতে হবে। কিছু কিছু জায়গায় যদি ট্যাক্স ধরতে পারতাম তাহলে কাজটা সহজ হয়ে যেত। বসুন্ধরা আবাসিক এলাকার সঙ্গে কথা হয়েছে। তারা হোল্ডিং ট্যাক্স দিতে রাজি হয়েছে। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হোল্ডিং ট্যাক্স বাকি। অনেক কর্পোরেট অফিস তারা মামলা করে হোল্ডিং ট্যাক্স বকেয়া ফেলেছে। এই কর মেলায় তারা যদি ট্যাক্স দেন তাহলে তারা রিবেট পাবেন। এখন ট্যাক্স না দিলে ভবিষ্যতে তাদেরকে আর রিবেট সুবিধা দেওয়া হবে না। হোল্ডিং ট্যাক্স না দেয়ার মামলার শাস্তি অনেক কঠোর।
 
এ সময় বিএনসিসির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর ড এসস স ড এনস স এনস স

এছাড়াও পড়ুন:

বুয়েট নেবে সহকারী ইন্সট্রৃুমেন্ট ইঞ্জিনিয়ার, বেতন ৩৫৬০০ টাকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগ দেওয়া হবে। পদের নাম সহকারী ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার। এ পদের একজনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

১. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।

২. প্রার্থীর শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

বেতন: সর্বসাকুল্যে মাসিক বেতন ৩৫,৬০০/- টাকা।

আরও পড়ুনপানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৪২২ ঘণ্টা আগেআবেদনের নিয়মাবলি

১. আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে নিজ হাতে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে।

২. আবেদনপত্রে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ই-মেইল দিতে হবে।

৩. আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, আরআইএসই সেন্টার, ইসিই ভবন, ৯ম তলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা ১২০৫।

গুরুত্বপূর্ণ তারিখ ও তথ্য

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২৫/৮/২০২৫

আরও পড়ুনবেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৬৩৯৬২ টাকা১ ঘণ্টা আগেআবেদনকারীর জন্য নির্দেশনা

* নিয়োগ পরীক্ষা/সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা দেওয়া হবে না।

* কর্তৃপক্ষ কোনো কারণ ব্যতিরেকে এই নিয়োগপ্রক্রিয়া গ্রহণ/বাতিল/পদসংখ্যা হ্রাস-বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।

* নিয়োগপ্রক্রিয়ার ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

* চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • বুয়েট নেবে সহকারী ইন্সট্রৃুমেন্ট ইঞ্জিনিয়ার, বেতন ৩৫৬০০ টাকা
  • ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে সাড়ে ৪ ঘণ্টা পর বরিশালে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা
  • পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৪