রোনালদোদের ৯–০ গোলের জয়ে সাদিও মানের ৪ গোল
Published: 13th, May 2025 GMT
আল নাসর কি তবে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই বেশি ভালো? আল নাসরের হয়ে রোনালদোর পরিসংখ্যান অবশ্য সে কথা বলছে না। কিন্তু গতকাল রাতে রোনালদোকে ছাড়াই আল নাসর যা করে দেখাল, তা দেখে কেউ চাইলে এমন প্রশ্ন তুলতেই পারেন।
সৌদি প্রো লিগে রোনালদোবিহীন আল নাসর আল আকদৌদকে হারিয়েছে ৯–০ গোলের বিশাল ব্যবধানে। দলের বিশাল এ জয়ে একাই ৪ গোল করেন সাদিও মানে। সাবেক এই লিভারপুল তারকা প্রথমার্ধে এক গোল করার পর দ্বিতীয়ার্ধে করেন আরও তিন গোল।
সৌদি প্রো লিগে রোনালদোর আল নাসরের লিগ জেতার সম্ভাবনা শেষ হয়ে গেছে আরও আগেই। এখন লড়াইটা সেরা তিনের মধ্যে থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করার। যেখানে ৩১ পয়েন্ট নিয়ে বর্তমানে দুই নম্বরে আছে আল হিলাল।
আরও পড়ুনআরও একটি ট্রফিবিহীন মৌসুম, আল নাসরে চুক্তির আলোচনা থামালেন রোনালদো১১ মে ২০২৫এরপর তিনে থাকা আল নাসরের পয়েন্ট সমান ম্যাচে ৬৩। আল নাসরের সঙ্গে সেরা তিনে থাকা লড়াইয়ে আছে আল কাদসিয়া ও আল আহলি। কাদসিয়ার পয়েন্ট ৩১ ম্যাচে ৬২ আর আল আহলির ৩১ ম্যাচে ৬১। অর্থাৎ, বাকি তিন ম্যাচে একটু এদিকে সেদিক হলেই আল নাসরকে ছিটকে যেতে হতে পারে চ্যাম্পিয়নস লিগের লড়াই থেকে।
রেকর্ড গড়ে জিতল আল নাসর.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মুসিয়ালার ভয়াবহ ইনজুরির পর বায়ার্নের হার, সেমিতে পিএসজি
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। জার্মান জায়ান্টদেন বিদায় করে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে লা প্যারিসিয়ানরা।
শনিবারের ম্যাচে প্রথমার্ধের শেষ বাঁশির সময়ই পুরো বায়ার্ন ক্যাম্প স্তব্ধ হয়ে মাঠ ছাড়ে। গোল লাইন তখনো শূন্য-শূন্য। দ্বিতীয়ার্ধে পিএসজির দুই ডিফেন্ডার লাল কার্ড দেখলেও মানসিকভাবে ভেঙে পড়া বায়ার্ন কোন গোল করতে পারেনি।
প্রথমার্ধের শেষ বাঁশির ঠিক আগে ভয়াবহ এক ইনজুরিতে পড়েন বায়ার্নের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। পিএসজি ডিফেন্ডার পাচো তাকে ব্লক করেন। বক্সের মধ্যে বল ধরতে গিয়ে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার সঙ্গে সংঘর্ষ হয় মুসিয়ালার। আপাতদৃষ্টিতে মনে হয়েছে- জয়েন্ট থেকে ছাড়িয়ে গেছে গোড়ালি।
অবিশ্বাস আর স্তব্ধতার মাঠ ছাড়া ওই বায়ার্ন দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে প্রথম গোল খায়। জালে বল পাঠান ডিজেরি দুয়ে। ৮২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পাচো। ৯২ মিনিটে লাল কার্ড খান থিও হার্নান্দেজ। তারপরও ৯৬ মিনিটে গোল খায় বায়ার্ন। যেটি করেন উসমান ডেম্বেলে।