আল নাসর কি তবে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই বেশি ভালো? আল নাসরের হয়ে রোনালদোর পরিসংখ্যান অবশ্য সে কথা বলছে না। কিন্তু গতকাল রাতে রোনালদোকে ছাড়াই আল নাসর যা করে দেখাল, তা দেখে কেউ চাইলে এমন প্রশ্ন তুলতেই পারেন।

সৌদি প্রো লিগে রোনালদোবিহীন আল নাসর আল আকদৌদকে হারিয়েছে ৯–০ গোলের বিশাল ব্যবধানে। দলের বিশাল এ জয়ে একাই ৪ গোল করেন সাদিও মানে। সাবেক এই লিভারপুল তারকা প্রথমার্ধে এক গোল করার পর দ্বিতীয়ার্ধে করেন আরও তিন গোল।

সৌদি প্রো লিগে রোনালদোর আল নাসরের লিগ জেতার সম্ভাবনা শেষ হয়ে গেছে আরও আগেই। এখন লড়াইটা সেরা তিনের মধ্যে থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করার। যেখানে ৩১ পয়েন্ট নিয়ে বর্তমানে দুই নম্বরে আছে আল হিলাল।

আরও পড়ুনআরও একটি ট্রফিবিহীন মৌসুম, আল নাসরে চুক্তির আলোচনা থামালেন রোনালদো১১ মে ২০২৫

এরপর তিনে থাকা আল নাসরের পয়েন্ট সমান ম্যাচে ৬৩। আল নাসরের সঙ্গে সেরা তিনে থাকা লড়াইয়ে আছে আল কাদসিয়া ও আল আহলি। কাদসিয়ার পয়েন্ট ৩১ ম্যাচে ৬২ আর আল আহলির ৩১ ম্যাচে ৬১। অর্থাৎ, বাকি তিন ম্যাচে একটু এদিকে সেদিক হলেই আল নাসরকে ছিটকে যেতে হতে পারে চ্যাম্পিয়নস লিগের লড়াই থেকে।

রেকর্ড গড়ে জিতল আল নাসর.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৪ দিনের রিমান্ডে মমতাজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ