ইতিহাস গড়তে যাচ্ছেন ইংলিশ অলরাউন্ডার জ্যাকব বেথেল। আগামী সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২১ বছর বয়সী এই অলরাউন্ডার ইংল্যান্ডের অধিনায়কত্ব করবেন।

গতকাল তাঁর কাঁধে অধিনায়কের দায়িত্ব অর্পণ করে স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাতে ইংল্যান্ড ছেলেদের জাতীয় ক্রিকেট দলের ১৪৮ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক (অধিনায়ক হিসেবে মাঠে নামার প্রথম দিনে তাঁর বয়স হবে ২১ বছর ৩২৯ দিন) হবেন বেথেল।

আয়ারল্যান্ড সফরে সাদা বলের সংস্করণে অধিনায়ক হ্যারি ব্রুকসহ তিন সংস্করণে খেলা শীর্ষ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। তাই আয়ারল্যান্ড সফরে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন বেথেল।

আরও পড়ুনমারা গেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি বব সিম্পসন২ ঘণ্টা আগে

১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ২৩ বছর ১৪৪ দিন বয়সে ইংল্যান্ডের অধিনায়ক হয়েছিলেন মন্টি বাউডেন। তিনি ‘অ্যামেচার’ ক্রিকেটার ছিলেন, খেলতেন সারের হয়ে। ওই একটি ম্যাচেই ইংল্যান্ডের অধিনায়কত্ব করেন। সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান মারা যান ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ড গড়ার তিন বছর পরই।

ইতিহাস গড়ার পথে বেথেল।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কষ্ট পুষে রাখা মানুষটির আজ জন্মদিন

১৮ অক্টোবর ২০১৮। সকাল থেকেই ছড়িয়ে পড়ল খবরটা—আইয়ুব বাচ্চু নেই! বেলা বাড়তেই হাসপাতাল লোকারণ্য। চট্টগ্রামের শেষযাত্রার আয়োজনে জনসমুদ্র। এত বিষণ্নতা নিকট অতীতে দেখেনি ব্যান্ড সংগীতের সাম্রাজ্য। শুধু কি সাম্রাজ্য? ফিকে হয়ে গেল এ প্রজন্মের ব্যান্ড সংগীত অনুরাগীদের ছেলেবেলা! চলে গেলেন ‘গিটারের জাদুকর’! এই শোক কতটা কাটিয়ে উঠতে পারবে দেশের ব্যান্ড সংগীতাঙ্গন? আপামর সংগীতপ্রেমীর দল? মাত্র ছাপ্পান্নতেই সব শেষ! ক্যালেন্ডারের পাতায় যদি সেই দিনটি না থাকত, ১৮ অক্টোবর ২০১৮? তাহলে আজ তিনি পূর্ণ করতেন ৬৩, পড়তেন ৬৪তম বছরে। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে মাত্র ছাপ্পান্ন বছরের সময় হাতে নিয়ে এসেছিলেন তিনি। বাবা চেয়েছিলেন ছেলের এমন একটা নাম হবে, যা অন্য কারও নেই। যেমন আইয়ুব আলী, আইয়ুব হোসেন—এমন তো হয়-ই। দুটি নাম থেকে আলাদা অংশ নিয়ে রাখা হলো, আইয়ুব বাচ্চু। সেই থেকে তিনি হলেন ‘ওয়ান অ্যান্ড অনলি’।

মা-বাবার আদরের ছেলে। তাই বলে যে সংগীতচর্চার জন্য খুব একটা অনুকূল পরিবেশ তিনি পেয়েছিলেন, তা কিন্তু নয়। সেই ছোটবেলা থেকেই সংসারে থেকেও বোহেমিয়ান আইয়ুব বাচ্চু। বাউন্ডুলে স্বভাবের জন্য সংসারের কিছুই যেন স্পর্শ করতে পারছিল না তাঁকে। বাবার ব্যবসায় মন বসে না, লেখাপড়ায় মন বসে না। অনিশ্চিত এক ভবিষ্যৎ ছিল তাঁর।

সব ছাপিয়ে আইয়ুব বাচ্চু ছিলেন গিটারের জাদুকর

সম্পর্কিত নিবন্ধ