ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে (মাহফুজ আলম) পানির বোতল ছুঁড়ে মারা চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘‘সাম্যের হত্যাকাণ্ড বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। কেউ কেউ এখন পরিবেশ ঘোলাটে করতে চায়।’’

শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচনের লক্ষ্যে তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘‘একজন উপদেষ্টাকে পানির বোতল মারা এটাও কম ষড়যন্ত্রের অংশ নয়। এক পক্ষকে যদি আরেক পক্ষের সঙ্গে লাগিয়ে দেওয়া যায়, একটি অস্থিতিশীল পরিস্থিতি যদি সৃষ্টি করা যায়, তাহলে আমাদের টার্গেট, ভবিষ্যতের ভোট, যার জন্য আমাদের এত আন্দোলন-সংগ্রাম এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্র চলছে। এটি একটি অদৃশ্য শক্তি। যা বারবার দেখা যাচ্ছিল না। কিন্তু এখন কিছুটা দৃশ্যমান হতে যাচ্ছে। বোঝা যাচ্ছে কারা এ প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করছে।’’

তিন দফা দাবি আদায়ে গত বুধবার দুপুর থেকে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের বুঝিয়ে ফেরত পাঠাতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় একটি পানির বোতল তার মাথায় আঘাত করে। 

অন্যদিকে শাহরিয়ার আলম সাম্য গত মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুবৃত্তের ছুরিকাঘাতে আহত হন। বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, “যেখানে ১৭ বছর লুটপাট হয়েছে, অনিয়ম-অত্যাচার হয়েছে। একটি নির্বাচিত সরকার এসেও সব সমস্যা সমাধান করতে পারবে না। এখন অন্তর্বর্তী সরকার এ অল্প কয়দিনের মধ্যে সব দাবি মানতে পারবে না। অনেকে দাবি তুলবে। এ আলোচনাগুলো করতে হবে, সমাধানেরও চেষ্টা বের করতে হবে।”

তিনি বলেন, “কিন্তু সেখানে পুলিশ যেভাবে ছাত্রদের পিটিয়েছে, এটাও কিন্তু ঠিক করেনি। এর ভেতরে আবার ষড়যন্ত্র ঢুকছে। ষড়যন্ত্রটা হচ্ছে, পরিবেশটাকে উত্তপ্ত করার জন্য, ভোটের পরিবেশ বাধাগ্রস্ত করার জন্য, স্বাভাবিক পরিবেশকে অস্বাভাবিক করার জন্য। একটি চক্র অর্থকরি নিয়ে বসে আছে। তারা দূর থেকে এ কাজগুলো করাচ্ছে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য এডভোকেট হাফিজুর রহমান ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

লিটন//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ষড়যন ত র ব এনপ র উপদ ষ ট পর ব শ র জন য

এছাড়াও পড়ুন:

কেউ কেউ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কিছু কিছু মহল বা দল বুঝে হোক আর না বুঝে হোক, শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে। তারা চায় না দেশে নির্বাচন হোক। কারণ শেখ হাসিনা নিজেই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন চান না।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্তোরায় ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ জেলার উদ্যোগে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং শহীদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কেউ কেউ বলেন যে, আমরা শুধু একটি দলকে সরিয়ে অন্য একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করছি, তা ঠিক নয়। আমাদের আন্দোলন স্বৈরতন্ত্র হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চাইবে, সেই দলই ক্ষমতায় আসবে।

আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ আরও অনেকে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • শেখ হাসিনা বার বার জাতির সাথে বেইমানি করেছে : সালাম
  • সরকারের মধ্যে থাকা ব্যক্তিরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : সাখাওয়াত 
  • ঘুষ, মন্ত্রী আর গোপন ডায়েরি: পদ্মা সেতু নিয়ে দুদকের সেই এজাহারে যা ছিল
  • সদরঘাটে চাঁদাবাজির অভিযোগে তেল ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
  • গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ে দলকে শক্তিশালী করতে হবে : গিয়াসউদ্দিন
  • খুনি হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র থেমে যায়নি : টিপু
  • কিছু দল হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে: দুদু
  • কেউ কেউ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে: দুদু
  • নিত্যনতুন ইস্যু আনতে থাকলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে: তারেক রহমান
  • জুলাই বিপ্লবকে ‘গণঅভ্যুত্থান’ ঘোষণা ষড়যন্ত্র: বিপ্লবী ছাত্র পরিষদ