গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী
Published: 16th, May 2025 GMT
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, দেশে চলমান আন্দোলন, রাজনৈতিক উত্তাপ ও সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর পেছনে একটি গভীর ষড়যন্ত্র সক্রিয় রয়েছে। এই ষড়যন্ত্রের লক্ষ্য হচ্ছে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত, ভোটের পরিবেশ অশান্ত এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা।
শুক্রবার লক্ষ্মীপুরে স্থানীয় বিএনপির কাউন্সিল উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ছাত্রদলের উদীয়মান নেতা শাহরিয়ার আলম সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং একটি চক্রান্তের অংশ। একইভাবে একজন উপদেষ্টাকে (মাহফুজ আলম) জনসভায় পানির বোতল ছুড়ে মারা, পুলিশের দ্বারা শিক্ষার্থীদের পিটিয়ে আহত করা, এসব ঘটনাও আলাদা করে দেখার সুযোগ নেই। সবকিছু মিলিয়ে একটি অদৃশ্য শক্তি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে কাজ করছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা মিছিল করছে, দাবি তুলছে। এদের সঙ্গে আলোচনায় বসতে হবে। কথা বলে, যুক্তি দিয়ে তাদের বিদায় জানাতে হবে। শক্তির মাধ্যমে এসব দমন করা গণতন্ত্রের জন্য ভালো বার্তা বহন করে না।
তিনি বলেন, ১৭ বছরের দুর্নীতি, লুটপাট, অনিয়ম-অত্যাচারের পর একটি অন্তর্বর্তী সরকার এসে সব সমস্যার সমাধান করতে পারবে না। সবাইকে বুঝতে হবে, সব দাবি একসঙ্গে মানা সম্ভব নয়। তবে দাবি উঠবে, আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদস্য হাফিজুর রহমান ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: লক ষ ম প র ব এনপ র
এছাড়াও পড়ুন:
একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: ডা. জাহিদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা বলে আগে নাকি গণভোট হতে হবে। দেশের মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি, এখন তারা ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ, তারা আর কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর মাদরাসা মাঠে মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মিলন মেলায় এসব কথা বলেন তিনি।
আরো পড়ুন:
গণভোট নিয়ে ‘ক্রসরোডে’ সরকার
বিএনপির জুলাই সনদে ‘না’ বলার সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
ডা. জাহিদ বলেন, “বিএনপি সমঅধিকারে বিশ্বাস করে। বিএনপি মনে করে, ধনি-গরিব, মুসলমান-হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের উন্নতি হলেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, আধুনিক বাংলাদেশ হবে।”
তিনি বলেন, “যারা দেশটাকে লুটেপুটে খেয়েছে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। বিএনপি কখনো পালায়নি। পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। বিএনপি হলো জনগণের পাশে থাকার দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস, বেগম খালেদা জিয়ার ইতিহাস হলো সুখে-দুঃখে জনগণের পাশে থাকার ইতিহাস।”
মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম।
ঢাকা/মোসলেম/মাসুদ