গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী
Published: 16th, May 2025 GMT
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, দেশে চলমান আন্দোলন, রাজনৈতিক উত্তাপ ও সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর পেছনে একটি গভীর ষড়যন্ত্র সক্রিয় রয়েছে। এই ষড়যন্ত্রের লক্ষ্য হচ্ছে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত, ভোটের পরিবেশ অশান্ত এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা।
শুক্রবার লক্ষ্মীপুরে স্থানীয় বিএনপির কাউন্সিল উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ছাত্রদলের উদীয়মান নেতা শাহরিয়ার আলম সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং একটি চক্রান্তের অংশ। একইভাবে একজন উপদেষ্টাকে (মাহফুজ আলম) জনসভায় পানির বোতল ছুড়ে মারা, পুলিশের দ্বারা শিক্ষার্থীদের পিটিয়ে আহত করা, এসব ঘটনাও আলাদা করে দেখার সুযোগ নেই। সবকিছু মিলিয়ে একটি অদৃশ্য শক্তি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে কাজ করছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা মিছিল করছে, দাবি তুলছে। এদের সঙ্গে আলোচনায় বসতে হবে। কথা বলে, যুক্তি দিয়ে তাদের বিদায় জানাতে হবে। শক্তির মাধ্যমে এসব দমন করা গণতন্ত্রের জন্য ভালো বার্তা বহন করে না।
তিনি বলেন, ১৭ বছরের দুর্নীতি, লুটপাট, অনিয়ম-অত্যাচারের পর একটি অন্তর্বর্তী সরকার এসে সব সমস্যার সমাধান করতে পারবে না। সবাইকে বুঝতে হবে, সব দাবি একসঙ্গে মানা সম্ভব নয়। তবে দাবি উঠবে, আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদস্য হাফিজুর রহমান ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: লক ষ ম প র ব এনপ র
এছাড়াও পড়ুন:
কেউ কেউ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে: দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কিছু কিছু মহল বা দল বুঝে হোক আর না বুঝে হোক, শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে। তারা চায় না দেশে নির্বাচন হোক। কারণ শেখ হাসিনা নিজেই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন চান না।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্তোরায় ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ জেলার উদ্যোগে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং শহীদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কেউ কেউ বলেন যে, আমরা শুধু একটি দলকে সরিয়ে অন্য একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করছি, তা ঠিক নয়। আমাদের আন্দোলন স্বৈরতন্ত্র হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চাইবে, সেই দলই ক্ষমতায় আসবে।
আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ আরও অনেকে।