উত্তর-পূর্ব ইউক্রেনে একটি যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় নয়জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

ইউক্রেনের সুমি অঞ্চলের সামরিক প্রশাসন জানিয়েছে, শনিবার (১৭ মে) সকালে বিলোপিলিয়া শহরে রাশিয়ার এই হামলায় আরো চারজন আহত হয়েছেন। চিকিৎসক, জরুরি পরিষেবা কর্মী এবং পুলিশ এখন ঘটনাস্থলে কাজ করছে।

২০২২ সালের পর, রাশিয়া এবং ইউক্রেন গতকাল শুক্রবার তুরস্কে তাদের প্রথম সরাসরি শান্তি আলোচনা করার কয়েক ঘণ্টা পরেই এই হামলার খবর পাওয়া গেল।

আরো পড়ুন:

তুরস্কে শান্তি আলোচনায় থাকছেন না পুতিন-ট্রাম্প

পুতিনের সঙ্গে বৈঠক করতে তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি

সুমি আঞ্চলিক প্রশাসন টেলিগ্রামে একটি পোস্টে বলেছে, “বিলোপিলিয়ার কাছে একটি যাত্রীবাহী বাসে শত্রু ড্রোনের আঘাতে নয়জন নিহত এবং চারজন আহত হয়েছে।”

এতে আরো বলা হয়েছে, বাসটি আঞ্চলিক রাজধানী সুমির দিকে যাচ্ছিল।

সুমি আঞ্চলিক প্রধান ওলেহ হ্রাইহোরভ একটি ভিডিও বার্তায় রাশিয়ার আক্রমণকে ‘অমানবিক’ বলে বর্ণনা করেছেন।

প্রাথমিক তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, শনিবার স্থানীয় সময় সকাল ৬টা ১৭ মিনিটের দিকে বাসটিতে রাশিয়ান ল্যানসেট ড্রোন আঘাত হানে।

রাশিয়ার সামরিক বাহিনী এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

বিবিসি বলছে, তুরস্কের ইস্তাম্বুলে শুক্রবারের আলোচনায় কোনো অগ্রগতি হয়নি, কারণ ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের অবসান কীভাবে করবে তা নিয়ে এখনও অনেক দূরে রয়েছে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র শ য় ইউক র ন য দ ধ ইউক র ন ইউক র ন ত রস ক

এছাড়াও পড়ুন:

পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের চেয়ে দেশ অনেক বড়

ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

সম্পর্কিত নিবন্ধ