হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার সুলতান উদ্দিনের ছেলে তৌকির হাসান ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার সিদ্দিক মিয়ার ছেলে আবুল কালাম।

মঙ্গলবার (২০ মে) সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক এ তথ্য জানান।

ওসি মাহমুদুল হক বলেন, ‘‘সোমবার দুপুর আড়াইটায় ভারী বর্ষণের সময় সিলেট থেকে ঢাকামুখী রিয়েল কোচ সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী আল মোবারাকা পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবুল কালামসহ দুইজন মারা যায়। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে এবং আহতদের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তৌকিরকে মৃত ঘোষণা করেছেন। ’’ 

এদিকে, ঘটনাস্থলে মারা যাওয়া দু’জনের মরদেহ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আবুল হোসেন ও অজ্ঞাতপরিচয় ব্যক্তি দুটি বাসের চালক ছিলেন এবং তৌকির তার এলাকায় ফটোকপির ব্যবসা করতেন।

আহতদের হবিগঞ্জ ও সিলেটের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা/মামুন/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।

আরো পড়ুন:

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় দুরপাল্লার শিক্ষা সফর বাতিল ঘোষণা
  • সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত