নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী জয়ন্ত কুমার ঘোষ পরলোক গমন করায় তার আত্মার শান্তি কামনা করে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ‎‎মঙ্গলবার (২০ মে)  দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে উক্ত শোক সভা অনুষ্ঠিত হয়েছে। 

‎‎জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড এইচ এম আনোয়ার প্রধান এর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত পিপি হিসেবে আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খোরশেদ আলম মোল্লা, অ্যাডভোকেট রফিক আহম্মেদ, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আজিজ আল মামুন, সহ সভাপতি অ্যাডভোকেট মাঈনউদ্দিন মিয়া, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলম খান, ট্রেজারার অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা, বিনোদন সম্পাদক অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট ফয়জুর রহমান ফাহিম সহ প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আইনজ ব আইনজ ব

এছাড়াও পড়ুন:

 শীতলক্ষ্যায় ট্রলার ডুবির ভয়ে নদীতে ঝাঁপ দিলেন যাত্রীরা

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের সাথে ধাক্কার আশংকায় নদীতে ঝাঁপ দিয়েছেন ট্রলারের যাত্রীরা। সোমবার (১৯ মে) দুপুর দেড়টায় শহরের টানবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই আশপাশের লোকজন দুটি ট্রলার নিয়ে এসে নদী থেকে যাত্রীদের উদ্ধার করেন। ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, দুপুরে ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নদী পারাপারের সময় ঢেউ ও স্রোতের কারণে এমভি আখতার হোসেন-১ নামে একটি কার্গো জাহাজের সাথে ধাক্কা লাগার পরিস্থিতি সৃষ্টি হয়। 

এসময় ট্রলারটির যাত্রীরা সবাই আতংকিত হয়ে নদীতে ঝাঁপ দেন। তবে ঘটনার সাথে সাথেই আশপাশের লোকজন দুটি ট্রলার নিয়ে এসে নদী থেকে যাত্রীদের উদ্ধার করেন। 

নৌ থানা পুলিশের ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিখোঁজের খবর পাওয়া যায় নি। নিখোঁজের কোন অভিযোগ পেলে নদীতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টিতে শিক্ষাবিদদের কর্মশালা
  • নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির ভোটগ্রহণ সম্পন্ন
  • নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ২ দালাল আটক, দণ্ড
  • এড. বারী ভূইয়াকে লাঞ্চিত কারার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন
  • না.গঞ্জে স্ত্রীকে হত্যা, ২ সন্তান নিয়ে পালিয়েছে স্বামী
  • রাজস্ব ফাঁকি: নারায়ণগঞ্জের রয়েল টোব্যাকো কোম্পানি সিলগালা
  • এড. বারী ভূইয়াকে লাঞ্চিত করায় ফতুল্লা বিএনপির প্রতিবাদ সমাবেশ
  •  শীতলক্ষ্যায় ট্রলার ডুবির ভয়ে নদীতে ঝাঁপ দিলেন যাত্রীরা
  • রিয়াদ চৌধুরী ২ দিনের রিমান্ডে, আইনজীবী লাঞ্ছিত