রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে নিকো পাজ। আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার গত মৌসুমে লস ব্লাঙ্কোসদের জার্সিতে ৮ ম্যাচ খেলে একটি গোলও করেন। তবে চলতি মৌসুমের শুরুতে তাকে ধারে ইতালির ক্লাব কোমোয় পাঠিয়ে দেওয়া হয়। 

সেখানে দারুণ মৌসুমে কাটিয়েছেন পাজ। সেস ফ্যাবরেগাসের অধীনে মৌসুমে ৩৩ ম্যাচ খেলে ৬ গোল করেছেন তিনি। প্রতিভাবান এই ২০ বছর বয়সী মিডফিল্ডারকে তাই রিয়াল মাদ্রিদ পুনরায় ঘরে ফিরিয়ে আনার চিন্তা করছে।

স্পেনের সংবাদ মাধ্যমের বরাতে ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, নিকো পাজকে ফিরিয়ে আনার বিষয়টি রিয়াল মাদ্রিদ বোর্ডের বিবেচনায় আছে। কোমোয় তিনি ধারে থাকলেও তাকে ফিরিয়ে আনতে ৮ মিলিয়ন ইউরো শোধ করতে হবে ব্লাঙ্কোসদের। ফ্লোরেন্তিনো পেরেজের বোর্ডের ওই শর্তে কোন আপত্তি নেই। 

নিকো পাজের জন্ম স্পেনে। মাত্র ১১ বছর বয়সে রিয়াল মাদ্রিদের তরুণ দল লা ফ্যাবরিকায় যোগ দেন তিনি। ২০২২ মৌসুমে রিয়াল ক্যাস্তেলায় জাগয়া পান পাজ। সেখানে ৪৯ ম্যাচ খেলে ১১ গোল করার পর রিয়াল মাদ্রিদের মূল দলে জায়গা মেলে তার।

পাজ এরই মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি তাকে ম্যাক অ্যালিস্টারের বিকল্প মিডফিল্ডার মনে করেন। আর্জেন্টিনার ঘোষিত জুনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের প্রাথমিক দলেও জায়গা পেয়েছেন এই তরুণ মিডফিল্ডার।      

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল আর জ ন ট

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ