মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন। তবে বহিষ্কারের পরও সেমিস্টার ফাইনালে বসেছেন প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান।

জানা গেছে, গত ৬ মে বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের চার শিক্ষার্থীর কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করেন প্রাধ্যক্ষ ড.

মোহাম্মদ মাহমুদুল হাছান খান, হাউজ টিউটর মোহাম্মদ ওমর ফারুক ও গোলাম মাহমুদ পাভেল। পরদিন তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় এবং ১৪ মে চারজনকেই শৃঙ্খলা কমিটি সাময়িক বহিষ্কারের সুপারিশ করে। তবে ১৮ মে ‘সাউথ এশিয়ান এপিগ্রাফি’ কোর্সের সেমিস্টার পরীক্ষায় অংশ নেন বহিষ্কৃত শাকিল খান। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, বহিষ্কৃত অবস্থায় কোনো শিক্ষার্থী একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারেন না।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. সোহরাব উদ্দিন বলেন, ‘আগে আমরা চিঠি পাই নাই। আজকে চিঠি আসছে। ১৪ তারিখ থেকে যেহেতু সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। তাই সে পরীক্ষা দিলেও নিয়ম অনুযায়ী তা বাতিল হবে।’

প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম জানান, প্রতিটি বিভাগে ১৪ মে থেকেই বহিষ্কারাদেশ কার্যকর করতে চিঠি দেওয়া হয়েছে। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

 

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ জুলাই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিনে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৮১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ২.৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৮টি কোম্পানির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত আছে ৪৯টির।

এদিন ডিএসইতে মোট ৬০১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৬.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৬১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭.৬১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮২৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.০৫ পয়েন্ট কমে ৮৮০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬.৮২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৩৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৯টি কোম্পানির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।

সিএসইতে ৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/

সম্পর্কিত নিবন্ধ