মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন। তবে বহিষ্কারের পরও সেমিস্টার ফাইনালে বসেছেন প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান।

জানা গেছে, গত ৬ মে বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের চার শিক্ষার্থীর কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করেন প্রাধ্যক্ষ ড.

মোহাম্মদ মাহমুদুল হাছান খান, হাউজ টিউটর মোহাম্মদ ওমর ফারুক ও গোলাম মাহমুদ পাভেল। পরদিন তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় এবং ১৪ মে চারজনকেই শৃঙ্খলা কমিটি সাময়িক বহিষ্কারের সুপারিশ করে। তবে ১৮ মে ‘সাউথ এশিয়ান এপিগ্রাফি’ কোর্সের সেমিস্টার পরীক্ষায় অংশ নেন বহিষ্কৃত শাকিল খান। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, বহিষ্কৃত অবস্থায় কোনো শিক্ষার্থী একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারেন না।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. সোহরাব উদ্দিন বলেন, ‘আগে আমরা চিঠি পাই নাই। আজকে চিঠি আসছে। ১৪ তারিখ থেকে যেহেতু সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। তাই সে পরীক্ষা দিলেও নিয়ম অনুযায়ী তা বাতিল হবে।’

প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম জানান, প্রতিটি বিভাগে ১৪ মে থেকেই বহিষ্কারাদেশ কার্যকর করতে চিঠি দেওয়া হয়েছে। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...

গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।

একনজরে সিনেমা: ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ স্ট্রিমিং: নেটফ্লিক্স ধরন: ড্রামা, ক্রাইম থ্রিলার রানটাইম: ১ ঘণ্টা ৩২ মিনিট পরিচালক: সাইমন স্টোন অভিনয় : কিরা নাইটলি, গাই পিয়ার্স, ডেভিড আজালা, গিটে উইট, আর্ট মালিক, হান্নাহ ওয়াডিংহাম, কায়া স্কোডেলারিও

লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।

‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স

সম্পর্কিত নিবন্ধ