রিমার্কের কারখানা পরিদর্শনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক
Published: 20th, May 2025 GMT
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান সম্প্রতি মুন্সিগঞ্জের গজারিয়ায় রিমার্ক এইচবি লিমিটেডের কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি রিমার্ক এইচবির বিভিন্ন ধরনের কসমেটিকস, স্কিন কেয়ার ও হোম কেয়ার পণ্যের উৎপাদনপ্রক্রিয়া ঘুরে দেখেন। তিনি দেশে উৎপাদিত বিশ্বসেরা ব্র্যান্ডগুলোর মানসম্মত প্রসাধনসামগ্রী উৎপাদন, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও সামগ্রিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) রিমার্ক এইচবির কারখানায় পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের কার্যক্রম ও গবেষণাগার বিভাগের পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন।
রিমার্ক এইচবির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া কোম্পানির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করেন। তিনি জানান, রিমার্ক উচ্চ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী উৎপাদন করে।
পণ্য উৎপাদন, সংরক্ষণ ও মোড়কজাত প্রক্রিয়া দেখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা যাতে নকল ও ভেজাল পণ্য সহজে চিহ্নিত করতে পারেন, সে বিষয়ে যৌথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক।
রিমার্কের এমডি আলীম আখতার খান বলেন, দেশে বিশ্বমানের যে পণ্য উৎপাদন হচ্ছে তা গর্ববোধ করার মতো। তবে এটি সার্থক হবে যদি ভোক্তারা সচেতন হয়ে অথেনটিক পণ্য ব্যবহার করেন।
পণ্যের দাম যেন ভোক্তাদের নাগালে থাকে, সেদিকে লক্ষ রাখার আহ্বান জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক।
রিমার্ক এইচবি হল রিমার্ক এলএলসি ইউএসএ’র এফিলিয়েটেড প্রতিষ্ঠান। রিমার্ক নিওর, লিলি, ব্লেইজ ও স্কিন, হারল্যান, অরিক্স, টাইলক্স, সানবিট, একনল, সিওডিল ব্র্যান্ডের পণ্য উৎপাদন করে থাকে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ম র ক এইচব উৎপ দ
এছাড়াও পড়ুন:
নগ্নতা, প্লাস্টিক সার্জারি থেকে বিজ্ঞাপন, বারবার বিতর্কে সিডনি
সিডনি সুইনি মানেই যেন আলোচনা। কখনো তাঁর পর্দার নগ্ন দৃশ্য নিয়ে বিতর্ক হয়, কখনো আবার জিনসের বিজ্ঞাপন করে সমালোচনার মুখে পড়েন। নতুন সিনেমা ‘ক্রিস্টি’র প্রচার উপলক্ষে চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। কথা বলেছেন নিজের ক্যারিয়ারসহ নানা প্রসঙ্গে।
মন সময় গেছে যখন সপ্তাহে ৫ থেকে ১০টি অডিশন দিতাম, একটা থেকেও ডাক পেতাম না। তবে আপনার যদি বিকল্প পরিকল্পনা তৈরি থাকে, ব্যর্থতায় ভয় পাবেন না। তাই আমি হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেছি।সিডনি সুইনি‘ইউফোরিয়া’ দিয়ে আলোচনায়
প্রায় এক যুগের ক্যারিয়ার হলেও সিডনি সুইনি আলোচনায় এসেছেন বছর পাঁচেক হলো। এইচবিওর সিরিজ ‘ইউফোরিয়া’ তাঁর ক্যারিয়ারের গতিপথ বদলে দেয়। একই প্ল্যাটফর্মের আরেক সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’ তাঁর পরিচিতি আরও বাড়িয়ে দেয়। তবে সিরিজে অভিনীত চরিত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি, বিভিন্ন সাক্ষাৎকারে করা মন্তব্য নিয়ে বরাবরই সমালোচনা ও বিদ্রূপের শিকার হন ২৫ বছর বয়সী অভিনেত্রী। ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিডনি জানিয়েছেন নিজের ক্যারিয়ার ও জীবন নিয়ে নতুন উপলব্ধির কথা। সিডনি জানান, বিনোদন দুনিয়া নিয়ে এখন তাঁর ধারণা আগের চেয়ে অনেক পরিষ্কার। তিনি বলেন, ‘আমি নিজের শক্তির জায়গা খুঁজে পেয়েছি। প্রতিদিন যা করি, তা থেকে শেখার চেষ্টা করি, মাথা খাটাই। এভাবে নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে।’
জ্ঞান ও অভিজ্ঞতা সাফল্যের হাতিয়ার, এই প্রচলিত প্রবাদের গুরুত্বও ভালোভাবেই বুঝেছেন সিডনি, ‘জ্ঞানই আসল শক্তি। এটা বোঝার পর নিজেকে অনেক স্বাধীন আর আত্মবিশ্বাসী মনে হয়। এ জন্য আমি “ইউফোরিয়া”র চরিত্রটিকে কৃতিত্ব দেব। চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে আমার ভাবনায় বদল এসেছে।’
‘ইউফোরিয়া’ সিরিজে সিডনি সুইনি। এইচবিও