চাল কেলেঙ্কারিতে পদ ছাড়তে বাধ্য হলেন জাপানের কৃষিমন্ত্রী তাকু ইতো। চালের চড়া দামের কারণে এমনিতেই মেজাজ তেতে আছে জাপানিদের। এর মধ্যে কৃষিমন্ত্রীর চাল উপহার নেওয়ার ঘটনায় দেশব্যাপী এত বেশি সমালোচনা শুরু হয় যে শেষ পর্যন্ত বুধবার পদত্যাগে বাধ্য হন ইতো। 

চলতি সপ্তাহে রাজনৈতিক তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইতো বলেন, সমর্থকদের কাছ থেকে নিয়মিতই চাল উপহার পেতেন তিনি। সে জন্য তাঁর কখনও চাল কিনতে হয় না। 

গত এক বছরে জাপানে চালের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। খারাপ ফলনের পাশাপাশি ব্যাপক পর্যটকের কারণে চালের চাহিদা বেড়েছে। ফলে জাপানিদের প্রধান খাদ্যের দাম দেশটির ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রয়টার্স।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পদত য গ

এছাড়াও পড়ুন:

মায়ের রক্তাক্ত লাশের পাশে কাঁদছিল শিশু

বিছানার ওপর এক নারীর রক্তাক্ত নিথর দেহ পড়ে ছিল। লাশের পাশেই কাঁদছিল তাঁর আট মাসের শিশু। কান্নার শব্দে প্রতিবেশীরা ঘরের ভেতর গিয়ে দেখতে পান লাশ। 

পোশাক কারখানার শ্রমিক আকলিমা আক্তারকে হত্যার পর বিছানায় লাশ ফেলে রেখে পালিয়ে যায় তাঁর স্বামী আদনান ইসলাম। গতকাল বুধবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের আবদার গ্রামে জয়নাল আবেদীনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নিমুরিয়া গ্রামের আদনান স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে এ বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর আদনান পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

জানা যায়, ১২-১৩ বছর আগে পারিবারিকভাবে আদনান বিয়ে করেন মুক্তাগাছা উপজেলার নিমুরিয়া গ্রামের সমার আলীর মেয়ে আকলিমাকে। আবদার এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন আকলিমা। তাঁকে হত্যার পর স্বামী পালিয়ে গেলে মায়ের রক্তাক্ত মরদেহের পাশে বসে শিশুকন্যা ছোঁয়া আক্তার কাঁদছিল। কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখতে পান আকলিমার লাশ। পরে পুলিশে খবর দেওয়া হয়। 

শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ