ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে তেহরানে যেমন কিছুটা আশা দেখা যাচ্ছে, তেমনি বাড়ছে অনিশ্চয়তাও। একদিকে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরানের সঙ্গে একটি চুক্তির ব্যাপারে ‘খুব কাছাকাছি’ পৌঁছেছেন, অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নতুন কোনো চুক্তির সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন।

তেহরানের উত্তরাঞ্চলের তুলনামূলক ধনী এলাকা তাজরিশের বাসিন্দারা সিএনএনকে জানান, নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা সুখবর হলেও ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাশীল হতে পারছেন না তারা। স্থানীয় বাসিন্দা হোমান ঘারুনজাদে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র আমাদের নিরস্ত্র হওয়ার শর্তে নিষেধাজ্ঞা তুলে নিতে চায়, তবে সেটা কোনো ভালো চুক্তি নয়।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওয়াশিংটন পোস্টকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ও সংসদীয় বাধাই মার্কিন ব্যবসাগুলোকে ইরানের ট্রিলিয়ন ডলারের বাজার থেকে দূরে রেখেছে। তিনি দাবি করেন, ‘চুক্তি হলে সেটি একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে।’

এমন আলোচনার মধ্যেই রোমে শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পঞ্চম দফার পরমাণু আলোচনা। তবে ইরানি সূত্রগুলো বলছে, তারা আলোচনায় বড় কোনো অগ্রগতির আশা করছে না। তেহরানের ধারণা, শুধু চাপ সৃষ্টি করতেই আলোচনা করছে যুক্তরাষ্ট্র।

এদিকে পঞ্চম দফা আলোচনায় বসার ঠিক আগে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের নির্মাণ খাত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ‘আইআরজিসি’র নিয়ন্ত্রণে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত অন্তত ১০টি কৌশলগত উপাদান তারা ব্যবহার করছে বলেও মনে করে যুক্তরাষ্ট্র। তাই নতুন এ নিষেধাজ্ঞা। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এই নিষেধাজ্ঞার মাধ্যমে পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নেই বলে প্রমাণিত হচ্ছে।’

অন্যদিকে, ইসরায়েল তেহরানের পরমাণু স্থাপনাগুলোয় সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সূত্র। যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেঙে গেলে ইসরায়েল এমন হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, শুধু ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার শর্তেই চুক্তি হতে পারে।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র পরম ণ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ