হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে ফুটবল খেলা নিয়ে ঝগড়ার জেরে দুইদল লোকের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত টেঁটাবিদ্ধ আমির আলী, বাবুল মিয়া ও তামিম মিয়াসহ কয়েকজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে আমির আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, ওই গ্রামের সাহাবুদ্দিনের ছেলে আমির আলী ও সাত্তার মিয়ার ছেলের মধ্যে ফুটবল খেলার সময় ঝগড়া হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও মুরুব্বিরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলে, “অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি শান্ত রয়েছে।”

ঢাকা/মামুন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে সোনারগাঁও টেক্সটাইলস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭ থেকে ২২ মে) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২৪ মে) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬৩.২৪ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৫.৩০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৪১.৩০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এইচ আর টেক্সটাইলের ২৭.৪০ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ২৩.৯৮ শতাংশ, বিকন ফার্মার ১৯.৩১ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ১৯.২৫ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ১৮.১৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ১৭.৬৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১৭.১৪ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ১৫.৫৫ শতাংশ ও লিগ্যাছি ফুটওয়্যারের ১৩.৯৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পর্কিত নিবন্ধ