চলতি বাস থেকে ফেলে দেওয়া হলো অচেতন ২ যাত্রীকে
Published: 24th, May 2025 GMT
হবিগঞ্জ জেলার বাহুবলে চলতি বাস থেকে অচেতন অবস্থায় ২ যাত্রীকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে, একজনের নাম-পরিচয় জানা গেছে।
তিনি হলেন- গম ব্যবসায়ী শেখ আরিফুর রহমান মিঠু (৪৮)। বাড়ি খুলনার খালিশপুর উপজেলার বৈকালী গ্রামে। তিনি ওই গ্রামের টুকু শেখের ছেলে।
শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার মিরপুর বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। অচেতন ব্যক্তিদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
আরো পড়ুন:
চাঁদা না পেয়ে বাস পোড়ানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
ঢাকা-টাঙ্গাইল-ধনবাড়ী রুট
অনির্দিষ্টকালের জন্য বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধ
স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস মিরপুর বাজারে পৌঁছে ধীরগতিতে চালিয়ে ওই দুই ব্যক্তিকে ফুটপাতে ফেলে দেওয়া হয়। পরে বাজারের লোকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে, ওই বাসের রেজিষ্ট্রেশন নম্বর কেউ বলতে পারেনি।
এদিকে, আরিফুর রহমান অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন জেনে তার ছেলে শেখ রায়হান খুলনা থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন।
মুঠোফোনে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে শেখ রায়হান বলেন, ‘‘বাবা লাখ খানেক টাকা সঙ্গে নিয়ে ব্যবসার কাজে হবিগঞ্জে গিয়েছিলেন। তার সঙ্গে দুটি মোবাইল ছিল। একটিতে আমার নম্বর পেয়ে স্থানীয়রা খবর দিয়েছেন।’’
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইয়ামিন মিয়া বলেন, ‘‘ধারণা করছি, খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাদের খাওয়ানো হয়েছে।’’
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/মামুন/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব হ বল উপজ ল
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।