হবিগঞ্জ জেলার বাহুবলে চলতি বাস থেকে অচেতন অবস্থায় ২ যাত্রীকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে, একজনের নাম-পরিচয় জানা গেছে।

তিনি হলেন- গম ব্যবসায়ী শেখ আরিফুর রহমান মিঠু (৪৮)। বাড়ি খুলনার খালিশপুর উপজেলার বৈকালী গ্রামে। তিনি ওই গ্রামের টুকু শেখের ছেলে।

শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার মিরপুর বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। অচেতন ব্যক্তিদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

চাঁদা না পেয়ে বাস পোড়ানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ঢাকা-টাঙ্গাইল-ধনবাড়ী রুট
অনির্দিষ্টকালের জন্য বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধ

স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস মিরপুর বাজারে পৌঁছে ধীরগতিতে চালিয়ে ওই দুই ব্যক্তিকে ফুটপাতে ফেলে দেওয়া হয়। পরে বাজারের লোকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে, ওই বাসের রেজিষ্ট্রেশন নম্বর কেউ বলতে পারেনি।

এদিকে, আরিফুর রহমান অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন জেনে তার ছেলে শেখ রায়হান খুলনা থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন।

মুঠোফোনে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে শেখ রায়হান বলেন, ‘‘বাবা লাখ খানেক টাকা সঙ্গে নিয়ে ব্যবসার কাজে হবিগঞ্জে গিয়েছিলেন। তার সঙ্গে দুটি মোবাইল ছিল। একটিতে আমার নম্বর পেয়ে স্থানীয়রা খবর দিয়েছেন।’’

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইয়ামিন মিয়া বলেন, ‘‘ধারণা করছি, খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাদের খাওয়ানো হয়েছে।’’

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

জাহিদুর রহমান বলেন, ‘‘স্থানীয় এক ব্যক্তি থানায় ফোন দিয়ে বিষয়টি জানিয়েছেন। পুলিশ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেবে।’’

ঢাকা/মামুন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব হ বল উপজ ল

এছাড়াও পড়ুন:

পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের চেয়ে দেশ অনেক বড়

ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

সম্পর্কিত নিবন্ধ