Prothomalo:
2025-11-03@03:04:49 GMT
‘আপনি আমাদের দিলারা আপা, আপনিই নায়িকা’
Published: 24th, May 2025 GMT
‘আপনিই নায়িকা’
লালগালিচায় একটু মন খারাপ করেই পা রাখলেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। ছবি তোলার কথা বলতেই কিছুটা নিচু স্বরে বললেন, ‘আর কি আসা হবে তোমাদের অনুষ্ঠানে। আমার বয়স এখন ৮৩ বছর। বয়স তো কম হলো না।’ সঙ্গে সঙ্গে পাশ থেকে বেশ কয়েকজন বলে উঠলেন, ‘আপনি আমাদের মাঝে সব সময় আছেন। আপনি আমাদের দিলারা আপা, আপনিই নায়িকা।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের চেয়ে দেশ অনেক বড়
ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম