বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পদ স্থগিত হওয়া নেতার
Published: 24th, May 2025 GMT
বরিশালে জুলাই আন্দোলনের ঘটনায় করা একটি মামলা নিয়ে বিতর্কের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ স্থগিত হওয়া অন্য নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। আজ শনিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন মামলার বাদী ও সদ্য পদ স্থগিত হওয়া জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মারজুক আবদুল্লাহ।
সংবাদ সম্মেলনে মারজুক আবদুল্লাহ অভিযোগ করেন, সংগঠনের জেলার আহ্বায়ক সাব্বির হোসেন ও মুখপাত্র সুমি হক মামলাটিকে পুঁজি করে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আদায় করছেন। তিনি দাবি করেন, নিরীহ ব্যক্তিদের আসামি করা হয়েছে এবং তাঁদের নাম মামলা থেকে বাদ দেওয়ার আশ্বাসে একেকজনের কাছ থেকে তিন লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এ ছাড়া এক ছাত্রলীগ নেতার নাম বাদ দিতে সুমি হক তদবির করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলার আহ্বায়ক সাব্বির হোসেন বলেন, মারজুক ক্ষোভ থেকে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। তিনি যাঁদের বিরুদ্ধে মামলা করেছেন, তাঁদের অনেককেই চেনেন কি না, তা নিয়েই প্রশ্ন রয়েছে। ক্ষোভের বশে মারজুক অপ্রমাণযোগ্য, পুরোপুরি মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন।
অভিযোগের বিষয়ে মুখপাত্র সুমি হক বলেন, ‘ছাত্রলীগ নেতাকে রক্ষার যে অভিযোগ মারজুক তুলেছেন, তার কোনো প্রমাণ নেই।’
এর আগে গত ১৪ মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মারজুক আবদুল্লাহ বাদী হয়ে ২৪৭ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। মামলায় আসামির তালিকায় সাংবাদিক, জেলে ও কৃষকদের নাম থাকায় বিতর্ক দেখা দেয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১৯ মে বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন, মুখপাত্র সুমি হকসহ অন্য নেতারা বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মামলার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেন। এরপর ২০ মে রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনের জেলা কমিটিতে থাকা মারজুকের পদ স্থগিত করা হয়।
আজ সংবাদ সম্মেলনে মারজুক বলেন, ভুল তথ্যের কারণে কিছু নিরীহ লোক মামলায় আসামি হয়েছেন। তাঁদের নাম মামলা থেকে বাদ দেওয়ার প্রলোভন দেখিয়ে আহ্বায়ক সাব্বির বিভিন্নজনের কাছ থেকে টাকা নিচ্ছেন। মারজুক আরও দাবি করেন, ছাত্রলীগের এক নেতার নাম বাদ দিতে তদবির করেছিলেন মুখপাত্র সুমি হক। তিনি (মারজুক) রাজি না হওয়ায় সংগঠনে তাঁর পদ স্থগিত করা হয়।
মামলায় জামায়াতের দুজন রুকন ও এক প্রবাসীকে আসামি করার বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে মারজুক বিষয়টি এড়িয়ে যান। জেলা আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমাণের জন্য মারজুক সংবাদ সম্মেলনে জামাল খান নামের এক আসামিকে সংবাদ সম্মেলনে উপস্থিত করেন।
এর আগে মারজুকের মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মিজানুর রহমানের পরিবার ১৫ মে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিলেন, মারজুক ১০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় তিনি মিজানুরকে মামলার আসামি করেন। পরে দোকানের মধ্যে আটকে রেখে মিজানুরকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বাদী মারজুক নিজে তাঁর লোকজন দিয়ে আসামি ধরে পুলিশে খবর দেন। তিনি বাদী হওয়ায় আসামিকে থানায় আনতে হয়েছিল।
গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের চৌমাথা এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৪ মে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন মারজুক। মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, আবুল খায়ের আবদুল্লাহসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা আসামির তালিকায় আছেন। এ ছাড়া মামলায় ব্যবসায়ী, কৃষক, সাংবাদিকসহ অনেক নিরীহ ব্যক্তিকে আসামি করা হয়েছে বলেও অভিযোগ আছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক আবদ ল ল হ বর শ ল
এছাড়াও পড়ুন:
দিনাজপুরে একদিনে ৯ মরদেহ উদ্ধার
দিনাজপুরে একদিনেই নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মধ্যে পাঁচজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিনগত রাতে জেলার বীরগঞ্জের চাউলিয়া গ্রামে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি বাহা বেসরা (৫৫) নিহত হন। এই ঘটনায় অভিযুক্ত সামিয়েল মার্ডিকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। স্ত্রী মিনি হায়দার সঙ্গে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিকেল সাড়ে ৫টার দিকে একই উপজেলার মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ কলোনিপাড়া লিচু বাগানে বিদ্যুৎস্পৃষ্টে নারায়ণ চন্দ্র বর্মণ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর হত্যা ও বিদ্যুৎস্পৃষ্টে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
দুপুরে জেলার নবাবগঞ্জে খয়ের গুনি গ্রামে করতোয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
একই উপজেলার মালভবানীপুর গ্রামের সোহরাফ হোসেনের মেয়ে সাথী আকতার (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
এছাড়া হাকিমপুর উপজেলার বাওনা আলিহাট গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী বৃষ্টি (১৯) ও একই উপজেলার ঈশ্বরপুর গ্রামের আজিজার রহমানের ছেলে মুনসুর আলী খোকা (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিকেলে তাদের নিজ শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
একই রাতে বিরল উপজেলার ফরক্কাবাদ মল্লাপাড়া গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে তৌফিকুজ্জামান (৪৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিরল থানার ওসি আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দিন দুপুরে গলায় লিচুর বিচি আটকে বোচাগঞ্জ উপজেলার নাফানগন ইউনিয়নের ধনীপাড়া গ্রামের বাসিন্দা মোমিনের ছয়মাস বয়সের শিশু সন্তান আরফানের মৃত্যু হয়।
এছাড়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে আঁখি মনি (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। প্রবাসী হারুন অর রশিদের নতুন বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় ঘরের দরজা বিদ্যুতায়িত হয়। এ সময় আঁখি মনি দরজা খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।