জুলাই গণ–অভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজনের বিষপান
Published: 25th, May 2025 GMT
জুলাই গণ–অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার চারজন বিষ পান করেছেন। তাঁরা এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের সূত্রগুলো জানিয়েছেন, তাঁরা সুস্থ হয়ে উঠছেন। তবে তাঁরা কেন বিষ পান করেছেন, তা জানা যায়নি।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, বিষ পান করা এই চারজন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। আজ বেলা দুইটা থেকে আড়াইটার দিকে তাঁরা বিষ পান করেন। কর্তৃপক্ষ জানার পর চারজনকেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, জুলাই আন্দোলনে চোখে গুরুতর আঘাত পাওয়া ৫৫ জন এখনো ওই হাসপাতালে আছেন। তাঁদের মধ্যে চারজন আজ বিষ পান করেছেন। কিন্তু কেন বিষ পান করেছেন, বিষ তাঁরা কোথায় পেলেন, তা তাঁরা বুঝতে পারছেন না। হাসপাতালের পরিচালক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
আহত ব্যক্তিদের অবস্থা জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শফিউর রহমান প্রথম আলোকে বলেন, চারজনই এখন ঝুঁকিমুক্ত।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ষ প ন কর ছ ন চ রজন
এছাড়াও পড়ুন:
অ্যাড্রিয়াটিক সাগরে ৭ ছবিতে তাসনিয়া ফারিণ
অভিনেত্রী তাসনিয়া ফারিণ। খুব অল্প সময়েই নাটক, ওয়েব ফিল্ম, সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন। বাংলা সিনেমা পাশাপশি কলকাতা বাংলা সিনিমায় হয়েছে অভিষেক। সসবকিছু মিলিয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তাসনিয়া ফারিণ- একথা বললে মনেহয় ভুল হবে না। ঈদে ‘ইনসাফ’ সিনেমা মুক্তির পর বেশ ফুরফুরে মেজাজে আছেন এই অভিনেত্রী।
সময়–সুযোগ পেলেই ঘোরাঘুরি করতে পছন্দ করেন ফারিণ। অভিনয়ে সাময়িক বিরতি নিয়ে নিজেকে সময় দিচ্ছেন তিনি। ছুটির সময়টা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। ছবি: ফেসবুক
বর্তমানে মন্টিনিগ্রোর বুদভা অবস্থান করছেন তিনি। আশপাশের সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়েছেন সাবিলা। গেছেন সমুদ্রপাড়েও। ছবি: ফেসবুক
সেখানে থেকে আজ ছবিগুলো পোস্ট করেছেন তাসনিয়া ফারিণ। যেখানে অভিনেত্রীকে দেখা গেলো অ্যাড্রিয়াটিক সাগরে প্রমোততরীতে। ছবি পোস্ট করে ক্যাপশনে ফারিণ বলে দিলেন, ‘অ্যাড্রিয়াটিক সাগরে রোমাঞ্চকর যাত্রা।’ ছবি: ফেসবুক
তাসনিয়া ফারিণের পোস্ট করা এসব স্থিরচিত্র ৩০ মিনিটে রিঅ্যাকশন এসেছে ১৫ হাজারের বেশি। মন্তব্য করেছেন শতাধিক ভক্ত-শুভাকাঙ্ক্ষী। কেউ বলছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। আবার কেউ জানাচ্ছেন ভালোবাসা। ছবি: ফেসবুক
তাসনিয়া ফারিণ ১৯৯৮ সালের ৩০ জানুয়ারি মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়। নাটকের পাশাপাশি ওটিটি ও সিনেমাতেও সরব ফারিণ। ছবি: ফেসবুক
এ পর্যন্ত ৩ টি সিনেমায় অভিনয় করেছেন ফারিণ। এর মধ্যে ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে টালিউড অভিষেক হয়েছে তার। এরপর মুক্তি পায় তার সিনেমা ‘ফাতিমা’। সবশেষে গত ঈদে মুক্তি পায় তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’। ছবি: ফেসবুক