লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে আহতদের অনুদানের চেক বিতরণ
Published: 26th, May 2025 GMT
লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ২৮৬ জনের মধ্যে এক লাখ টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ মে) বিকেলে সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে তাদের প্রত্যেককে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন- পুলিশ সুপার মো.
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে সরকার রয়েছে। আহতদের চিকিৎসায় সরকার বদ্ধপরিকর।
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ-আহতদের পরিবারের সদস্যরা ঢাবিতে ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন
জুলাই গণ-অভ্যুত্থানের গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন।
শুধু ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে এ বিশেষ সুবিধা দেওয়া হবে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গণ-অভ্যুত্থানের গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলে-মেয়ে এই বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহীদ ও আহত ব্যক্তিদের ভাইবোনেরা এই সুবিধা পাবেন।