বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাপান সফর সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার বিকেলে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ মে থেকে ৩১ মে আনুষ্ঠানিক সফরে জাপান আসবেন অধ্যাপক ইউনূস। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সঙ্গে জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি। এরপর নিক্কেই ফোরামের ৩০তম ‘এশিয়ার ভবিষ্যৎ’ সেমিনারে যোগ দেবেন।

আরও পড়ুনপ্রধান উপদেষ্টার জাপান সফরে সাত সমঝোতা স্মারক সই হতে পারে২০ ঘণ্টা আগে

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, অধ্যাপক ইউনূসের এই সফর জাপান ও বাংলাদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করে তুলতে অবদান রাখবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ইউনূসের প্রথম জাপান সফর এটি। এর আগে বেশ কয়েকবার তিনি জাপান সফর করেছেন। ২০০৪ সালে নিক্কেই এশিয়া পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। ২০০৭ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত নির্ধারক নেতৃত্বের আমন্ত্রিত অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন তিনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ প ন সফর ইউন স র

এছাড়াও পড়ুন:

বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম

১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক

সম্পর্কিত নিবন্ধ