ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফর নিয়ে গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ কী– এ প্রশ্নে তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন। তবে আদালতের সিদ্ধান্ত দেশে দ্রুত কার্যকর করতে পারলেও দেশের বাইরে সেটা হয় না। আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে এবং সেভাবে কাজ করা হচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সন্তুষ্ট কিনা– জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দ্বিপক্ষীয় বিষয়গুলো অনেক আকর্ষণীয়। এখানে সন্তুষ্টির বিষয় নেই। আমরা ইস্যু নিয়ে কাজ করি এবং তা যদি সমাধান হয়, তাহলে আমাদের সন্তুষ্টি থাকে।’ 

দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কিনা– জানতে চাইলে তিনি বলেন, ‘সে ক্ষেত্রে উভয় দেশের সম্মতি থাকতে হবে। দুই পক্ষ যতক্ষণ পর্যন্ত এ নিয়ে সম্মত হবে না, ততক্ষণ পর্যন্ত ফেরানো যাবে না। আমরা চেষ্টা করছি, যাতে এ বিষয়গুলো সমাধান হয়।’ 

ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালানোর বিষয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘এ নিয়ে অবশ্যই আমরা ভারতের কাছে বলছি। যারা আমাদের সরকারবিরোধী, স্বার্থবিরোধী– তাদের প্রশ্রয় না দেওয়ার বিষয়ে বলছি। তবে আমরা আলাদা করে তাদের বলি না, সার্বিকভাবে বলি।’ 

ভারতের তালিকা অনুযায়ী পুশইন করা হচ্ছে কিনা, জানতে চাইলে রুহুল আলম সিদ্দিকী বলেন, যাদের পুশইন করা হচ্ছে, তারা ওই তালিকায় আছেন কিনা তা যাচাই করে দেখতে হবে। এর আগে এটা নিয়ে নির্দিষ্ট কোনো কিছু বলা যাবে না। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সমন্বয় করে কাজ করছে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পরর ষ ট র ক জ কর অন য য়

এছাড়াও পড়ুন:

নির্জন পথে হরিণের মাংস নিয়ে ফিরছিলেন শিকারিরা, কোস্টগার্ড দেখে পালালেন

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ