প্রথম আলো :
পুরস্কার পেতে পারেন বলে মনে হয়েছিল?
ফররুখ আহমেদ রেহান : আমি আসলে পুরোটা ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছিলাম। এটা পুরোটা কপাল বলে আমি মনে করি। সবাই ভালো কাজ করেছেন, হয়তো আমার ভাগ্যে এটা ছিল। এখানে ভোটের বিষয় ছিল, জুরিবোর্ড ছিল—সব হিসাব মিলেই তো পুরস্কার। তাই একটু ভয়ও কাজ করছিল। পুরস্কার না পেলেও খুশি থাকতাম। মনোনয়ন পাওয়াটাও তো একটা স্বীকৃতি।
প্রথম আলো:বাপ্পা মজুমদার ও কনকচাঁপার হাত থেকে পুরস্কার নিলেন.
ফররুখ আহমেদ রেহান : তাঁদের ভক্ত আমি। ছোটবেলা থেকে তাঁদের গান শুনেই তো বড় হয়েছি। এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। যদিও বেঁধে দেওয়া সময়ের জন্য খুব অল্প সময় মঞ্চে ছিলাম, না হলে আরও কথা বলা যেত (হাসি)।
‘নীল সুখ’–এ রেহান ও মেহজাবীন। ছবি: নির্মাতার সৌজন্যেউৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ক র
এছাড়াও পড়ুন:
লস অ্যাঞ্জেলেস মাতাবেন ঢাকার তারকারা
‘প্রবাসে থেকেও হৃদয়ে বাংলাদেশ’ এই অনুভব নিয়ে আগামী ১৯ ও ২০ জুলাই লস অ্যাঞ্জেলেসের ‘লিটল বাংলাদেশ’ এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাঙালিদের প্রাণের উৎসব ‘আনন্দ মেলা’।
দুই দিনব্যাপী উৎসব হয়ে উঠবে গান, নাচ, সংস্কৃতি আর বাঙালিয়ানার মহামিলন মেলা। প্রতি বছরের মতো এবারও মেলার বিশেষ আকর্ষণ— ঢাকা থেকে আসা একঝাঁক তারকা। পারফর্ম করবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, গায়ক আর্নিক, আবু নাঈম, ইচ্ছা, নায়ক জায়েদ খান, অভিনেত্রী পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরে জাহান এবং নৃত্যশিল্পী আলিফ।
প্রথমবারের মতো আনন্দ মেলায় গান গাইবেন প্রীতম হাসান। এ বিষয়ে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের নানা প্রবাসী আয়োজনে গাইছি, আনন্দ মেলাও তার মধ্যে অন্যতম। এটা শুধু কনসার্ট না, বরং একটা আত্মার উৎসব।”
আনন্দ মেলার আয়োজক মুহাম্মদ আলী বলেন, “এটি একটি নন-প্রফিট আয়োজন। প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি সবচেয়ে বড় মিলন মেলা। দেশীয় শিল্পীদের সরব অংশগ্রহণ এবার উৎসবের আবেদন আরও বাড়াবে।”
মেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও প্রেসিডেন্ট শরীফ হাসিবুল জানান, এই আয়োজন শুধু বিনোদনের নয়, এটি প্রবাসীদের মধ্যে আত্মিক বন্ধনের প্রতীক।
প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি উৎসবে অংশ নেবেন লেক প্যারিস সিটির মেয়র মাইকেল ভার্গা এবং লস অ্যাঞ্জেলেস সিটির কাউন্সিলর হেদার হার্ট সহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
ঢাকা/রাহাত//