পাওনা ৭০০ টাকা নিয়ে তর্কাতর্কি, লাঠির আঘাতে নিহত যুবক
Published: 27th, May 2025 GMT
পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে লাঠির আঘাতে সানাউল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন। আরমান মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বালুশাইর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সানাউল্লাহ বালুশাইর গ্রামের আবদুর রহমানের ছেলে। অভিযুক্ত আরমান মিয়া একই গ্রামের ওমর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী এবং অভিযুক্ত দু’জনই মাদকাসক্ত। তারা একসঙ্গে মাদকসেবন করতেন। নিহত সানাউল্লাহর কাছে আরমান ৭০০ টাকা পেতেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সানাউল্লাহকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন আরমান। এতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সানাউল্লাহ। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর থেকে পলাতক আরমান।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ৭০০ টাকা দেনাপাওনা নিয়ে হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: নরস দ হত য স ন উল ল হ আরম ন
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।