রূপগঞ্জে ৪ বছরের শিশুকে কুপিয়ে জখম
Published: 27th, May 2025 GMT
রূপগঞ্জ উপজেলার ভিংরাবো এলাকায় ব্যবসায়ী জুবায়ের হোসেনের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মঙ্গলবার (২৭ মেÑ বেলা ১১টায় তার ভাগিনা চার বছর বয়সের শিশু নাঈম মিয়াকে ইট দিয়ে আঘাত করে ও কুপিয়ে জখম করেছে।
নাঈম মিয়া তার খেলার সাথীদের সঙ্গে বাড়ির পাশেই খেলতে গিয়ে সন্ত্রাসীদের কবলে পড়ে। দুর্বৃত্তরা নাঈম মিয়াকে মৃত ভেবে কাগজে ও পলিথিনে মুড়িয়ে পাশের ঝোপে ফেলে রাখে। বিকেল ৩টায় নাঈম মিয়ার নিখোঁজের সংবাদ মসজিদের মাইকে ঘোষণা করা হয়।
একপর্যায়ে নাঈম মিয়ার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে রূপগঞ্জ ইউনিয়নের ভিংরাবো গ্রামের মানসিক প্রতিবন্ধী মামুন মিয়া ছেলে।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের চিকিৎস ডা: আইভি ফেরদৌস বলেন, শিশুটির মাথায় একাধিক আঘাত ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটি এখন আশঙ্কামুক্ত।
এ ব্যাপারে নাঈম মিয়ার মা সুমা আক্তার বাদী হয়ে একই গ্রামের কামাল মিয়ার স্ত্রী শিমু আক্তার(৩৫) ও তার ছেলে কামরুল ইসলামকে (১৮) নামীয় ও অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ
এছাড়াও পড়ুন:
ধানমন্ডিতে দেবে গেছে রাস্তা, যান চলাচল বন্ধ
রাজধানীর ধানমন্ডিতে একটি রাস্তা দেবে বড় গর্ত সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে ধানমন্ডির শংকরে পদচারী-সেতুর ১৫ মিটার দক্ষিণ দিকে ৬৮ নম্বর বাড়ির সামনের রাস্তা দেবে গর্ত হয়ে যায়। এর পর থেকে ওই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলী জানিয়েছেন, হয়তো সম্প্রতি ডিপিডিসি মাটির নিচ দিয়ে বিদ্যুতের কাজ করার সময় ঠিকভাবে মেরামত করেনি। এ জন্য হঠাৎ রাস্তা দেবে গেছে।
মঙ্গলবার রাত ১০টায় ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল–১–এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় জানান, যে জায়গায় গর্ত হয়ে গেছে সেখানে ঢাকা ওয়াসার পানি সরবরাহের লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান দিয়ে অনবরত পানি বের হচ্ছে। এটি ঠিক করতে ওয়াসার লোকজন ইতোমধ্যে ঘটনাস্থলে গেছে। এরপর আমরা সড়ক মেরামত করব। যত দ্রুত সম্ভব আমরা সড়ক সচল করার চেষ্টা করছি।