অনলাইন জুয়া তদারকিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের নির্দেশ
Published: 28th, May 2025 GMT
দেশে অনলাইন জুয়া সংক্রান্ত কার্যক্রম বেড়ে চলছে। ফলে সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বাড়ছে। এমন পরিস্থিতিতে এসব কার্যক্রম নিয়ন্ত্রণে রেখে আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখতে অনলাইন জুয়া তদারকিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকের প্রেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কার্যক্রমে কোনো মার্চেন্ট বা সাধারণ গ্রাহক জড়িত রয়েছে কিনা, তা সার্বক্ষণিকভাবে তদারকির আওতায় রাখতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজন হলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তা গ্রহণ করতে হবে।
আরো পড়ুন:
দুর্বল ব্যাংকগুলো একীভূত করার আগে নিয়ন্ত্রণে নেবে সরকার: গভর্নর
ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ২৩ শতাংশ
এছাড়া, কোনো গ্রাহক বা মার্চেন্ট অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রতীয়মান হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ ধরণের অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে, যেসব মার্চেন্ট নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় ব্যবসা পরিচালনার তথ্য দিয়ে গ্রাহক হয়েছেন, তারা উক্ত স্থানেই কার্যক্রম পরিচালনা করছেন কিনা তা নিশ্চিত করতে হবে।
এক্ষেত্রে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুসরণ করারও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে তা বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকা/এনএফ/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি