অনলাইন জুয়া তদারকিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের নির্দেশ
Published: 28th, May 2025 GMT
দেশে অনলাইন জুয়া সংক্রান্ত কার্যক্রম বেড়ে চলছে। ফলে সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বাড়ছে। এমন পরিস্থিতিতে এসব কার্যক্রম নিয়ন্ত্রণে রেখে আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখতে অনলাইন জুয়া তদারকিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকের প্রেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কার্যক্রমে কোনো মার্চেন্ট বা সাধারণ গ্রাহক জড়িত রয়েছে কিনা, তা সার্বক্ষণিকভাবে তদারকির আওতায় রাখতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজন হলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তা গ্রহণ করতে হবে।
আরো পড়ুন:
দুর্বল ব্যাংকগুলো একীভূত করার আগে নিয়ন্ত্রণে নেবে সরকার: গভর্নর
ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ২৩ শতাংশ
এছাড়া, কোনো গ্রাহক বা মার্চেন্ট অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রতীয়মান হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ ধরণের অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে, যেসব মার্চেন্ট নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় ব্যবসা পরিচালনার তথ্য দিয়ে গ্রাহক হয়েছেন, তারা উক্ত স্থানেই কার্যক্রম পরিচালনা করছেন কিনা তা নিশ্চিত করতে হবে।
এক্ষেত্রে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুসরণ করারও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে তা বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকা/এনএফ/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন