দ্রুত নির্বাচন নিয়ে ভারতীয়দের সঙ্গে একটি দলের প্রত্যাশা মিলে যাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শঙ্কিত বলে মন্তব্য করেছেন দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতীয়দের কোনো চাওয়া ও প্রত্যাশা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার বগুড়ার ধুনট শহীদ মিনার চত্বরে এক গণসমাবেশে এসব কথা বলেন সৈয়দ রেজাউল করীম। জুলাই হত্যাকাণ্ডের বিচার, সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচনব্যবস্থা, বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিলসহ বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন ধুনট উপজেলা শাখা এ গণসমাবেশের আয়োজন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসলামী আন্দোলনের আমির বলেন, দেশের রাজনৈতিক দলগুলো এখন দুই ভাগে বিভক্ত। দেশপ্রেমী ও ক্ষমতাপ্রেমী। দেশপ্রেমীরা সংস্কার, বিচার ও নির্বাচন চাইছে; আর ক্ষমতাপ্রেমীরা দ্রুত নির্বাচন চাইছে। তিনি বলেন, ‘বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য ভারতীয়রাও আগ্রহী। আমাদের দেশের কিছু দলও আগ্রহী। ভারতীয়দের সঙ্গে এদের আগ্রহ মিলে যাওয়ায় আমরা শঙ্কিত।’

এ সময় হুঁশিয়ারি দিয়ে চরমোনাইর পীর বলেন, ভারতীয়দের কোনো চাওয়া ও প্রত্যাশা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা নির্বাচন করছে, তাদের অতীত জানি। বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন এদের নেতৃত্বেই হয়েছিল। জুলাই অভ্যুত্থানের পরে সেই সুযোগ আর কাউকে দেওয়া হবে না।’

এ সময় সৈয়দ রেজাউল করীম বলেন, পতিত স্বৈরাচারের লোকপ্রশাসনসহ সর্বত্র ঘাপটি মেরে আছে। তাঁরা সুযোগ খুঁজছে। এরা অন্তর্বর্তী সরকারকে কাজ করতে দিচ্ছে না। অন্তর্বর্তী সরকারের কাজ সংস্কার, বিচার ও নির্বাচন আয়োজন করা।

ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘সেই কাজে প্রত্যাশা পূরণ না হলেও তারা (সরকার) সংস্কার ও বিচারের কাজে এগিয়ে নিচ্ছে। এখানে কোনো অবহেলা হলে আমরা প্রতিবাদ করব; কিন্তু নির্বাচন নির্বাচন করে দেশকে অস্থিতিশীল করার কোনো অর্থ হয় না।’

সমাবেশে অন্যদের মধে৵ বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির আবদুল হক আজাদ, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসল ম

এছাড়াও পড়ুন:

সিলেট-৩ আসনে এবার গণসমাবেশ-মিছিল করলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা একের পর এক পাল্টাপাল্টি ‘মহড়া’ দিয়েই চলেছেন। এবার নেতা-কর্মীদের নিয়ে গণসমাবেশ ও মিছিল করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

আজ শনিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চণ্ডীপুল পয়েন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনে গণসমাবেশ ও মিছিল হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা এম এ মালিক।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক

সম্পর্কিত নিবন্ধ

  • সিলেট-৩ আসনে এবার গণসমাবেশ-মিছিল করলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিক