টেক্সটাইল ও গার্মেন্টস খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মিডল্যান্ড ব্যাংকে কর্মশালা
Published: 30th, May 2025 GMT
ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয় ‘ক্যাপাসিটি বিল্ডিং অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বিজনেস ইন বাংলাদেশ আন্ডার দ্য গ্রিন সাপ্লাই চেইন ট্রানজিশন প্রোগ্রাম’ শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। গ্লোবাল সাপ্লাই চেইন সাপোর্ট ফান্ডের সহায়তায় কর্মশালাটি আয়োজন করে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
ব্যাংকের বিভিন্ন টেক্সটাইল ও গার্মেন্টস খাতভুক্ত ক্লায়েন্টদের কমপ্লায়েন্স কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালাটি পরিচালনা করেন ইন্টেলক্যাপ ও সার্কুলার অ্যাপারেল ইনোভেশন ফ্যাক্টরির পরিবেশগত, সামাজিক ও প্রশাসনিক বিশেষজ্ঞরা।
কর্মশালায় পরিবেশ ও সামাজিক কমপ্লায়েন্স, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলোর পরিবর্তনশীল চাহিদা এবং জিআরআই ও এসবিটিআইয়ের মতো রিপোর্টিং কাঠামোর অধীন প্রত্যাশিত রিপোর্টিং পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
ইন্টেলক্যাপের সার্কুলার অ্যাপারেল ইনোভেশন ফ্যাক্টরির প্রিন্সিপাল এ এফ এম শাহেদ বলেন, ‘বাংলাদেশের টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ নির্ভর করছে সার্কুলারিটি ও সাসটেইনেবিলিটিকে গ্রহণ করার ওপর। মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে আমাদের অংশীদারত্ব সাপ্লায়ারদের বৈশ্বিক ব্র্যান্ডের চাহিদা পূরণের জন্য প্রস্তুত করার পাশাপাশি বাস্তব ডিকার্বোনাইজেশন সমাধান গ্রহণে সহায়তা করবে এবং প্রতিযোগিতামূলক, ভবিষ্যৎ প্রস্তুত সাপ্লাই চেইন গড়ে তুলবে।’
মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো.
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদ হোসেন, ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান, ইন্টারন্যাশনাল ডিভিশন ও এনআরবি প্রধান খোন্দকার তৌফিক হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মারুফ হায়দার এবং ট্রেজারি ও মার্কেট রিস্ক (ফ্রন্ট) বিভাগের প্রধান সুশান্ত শেখর দেবসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবিষ্কার ক্যাপিটালের পার্টনার (ক্রেডিট) অভিষেক মিত্তাল বলেন, আবিষ্কারের গ্লোবাল সাপ্লাই চেইন সাপোর্ট ফান্ড, ইন্টেলক্যাপ ও মিডল্যান্ড ব্যাংকের এ যৌথ উদ্যোগ বাংলাদেশে টেক্সটাইল সাপ্লায়ারদের ইএসজি প্রস্তুতি বৃদ্ধির জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ।
কর্মশালাটি আয়োজন ও বিভিন্ন সেশন পরিচালনায় ছিলেন ইন্টেলক্যাপের কান্ট্রি ম্যানেজার এ এফ এম শাহেদ, ম্যানেজার ধীমান হালদার; ইঞ্জিনিয়ারিং রিসোর্সেস ইন্টারন্যাশনাল লিমিটেডের সিনিয়র কনসালট্যান্ট হাসান মোনির ও সিনিয়র ম্যানেজার বায়জিদ বুস্তামী।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প ল ই চ ইন গ রহণ
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।