চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়ির রান্নাঘরে বিস্ফোরণ, কিশোর দগ্ধ
Published: 31st, May 2025 GMT
চুয়াডাঙ্গায় যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ রাসেলের বাড়ির রান্নাঘরে বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে শহরের মসজিদপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আহত কিশোরের নাম সিহাব হোসেন (১৫)। তিনি শেখ রাসেলের খালাতো ভাই। চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।
ওই যুবলীগ নেতার পরিবারের সদস্যরা দাবি করেন, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
তবে আলামত পর্যবেক্ষণের পর স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ভিন্ন কথা জানান। তাঁরা বলছেন, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার, গ্যাসস্টোভ ও পাইপ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন। ইতিমধ্যেই রহস্য উদ্ঘাটনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে নেমেছে।
শেখ রাসেলের বোন সেবু খাতুন বলেন, গতকাল রাতে তাঁর মা বিনা খাতুন রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলা জ্বালাতে পারেননি। এরপর নিচে নেমে সিহাবকে ডেকে নিয়ে যান। সিহাব রান্নাঘরে ঢুকেই বৈদ্যুতিক বাতির সুইচ অন করতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিনা খাতুনের ভাষ্য, গ্যাসস্টোভ বন্ধ না করায় এ দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চুয়াডাঙ্গার স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার প্রথম আলোকে বলেন, গ্যাস সিলিন্ডারের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও আলামত তা বলছে না। কারণ, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার (বোতল), গ্যাসস্টোভ ও পাইপ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এ কারণে অধিকতর তদন্ত দরকার।
বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আলামত সংগ্রহ করেছে জানিয়ে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, চুয়াডাঙ্গায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিষয়টি নিয়ে কাজ করছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আরো একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র, আশঙ্কাজনক ৩
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো একজনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। তার নাম ফারজানা ইয়াসমিন (৪৫)। তিনি ওই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। এ ঘটনায় এখনো আইসিইউতে ভর্তি আছেন ২ জন।
বুধবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন
তিনি বলেন, “মঙ্গলবার আইসিইউতে ছিল ৩ জন। তবে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আজ তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। এখন মোট ৩২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ৩ জন ক্রিটিক্যাল ক্যাটাগরিতে আর তাদের চেয়ে কম গুরুতর ৭ জন রয়েছে সিভিয়ার ক্যাটাগরিতে। বাকিরা অন্যান্য ওয়ার্ড ও কেবিনে ভর্তি রয়েছে। গত তিন দিনে নতুন করে কোনো মৃত্যু নেই।”
আরো পড়ুন:
সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে বললেন ‘ভুল করিনি, মাথা গরম ছিল’
মাদ্রাসার মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা
ডা. নাসির উদ্দিন বলেন, “৩২ জনের ১৪ জন শারীরিক অবস্থা উন্নতির দিকে। বাকিরা স্টেবল রয়েছে। ঘটনার পর থেকে আজ পর্যন্ত সব রোগীর একাধিকবারসহ সব মিলিয়ে ১৫৮টি ছোট-বড় অপারেশন করা হয়েছে।”
বার্ন ইনস্টিটিউটে আর আনুষ্ঠানিক ব্রিফ করা হবে না। প্রেস রিলিজের মাধ্যমে প্রতিদিনের আপডেট জানিয়ে দেওয়া হবে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক।
ঢাকা/সাইফ