আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নীলচক্র: ব্লু গ্যাং’। অল্প বয়সীদের সোশ্যাল মিডিয়া আসক্তি ও সেখান থেকে ধীরে ধীরে অন্ধকার পথে পা রাখার গল্প নিয়ে নির্মিত এই সিনেমা নিয়ে ইতোমধ্যে দর্শকের কৌতূহল তৈরি হয়েছে। 
প্রচারণার অংশ হিসেবে এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিনেমার ট্রেলার এবং প্রথম গান ‘এই শহরের অন্ধকারে’ যেখানে কণ্ঠ দিয়েছেন জালালি শাফায়াত। ট্রেলারের রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ পেল সিনেমার দ্বিতীয় গান ‘যেতে যেতে’।

ইমন সাহার সুর ও ওয়াহিদ বাবুর কথায় গানটি গেয়েছেন মাশা ইসলাম। দৃশ্যায়নে রয়েছেন আরিফিন শুভ ও নবাগত মন্দিরা চক্রবর্তী— যাদের সংলাপহীন অভিব্যক্তিতে ফুটে উঠেছে এক ভিন্নধর্মী আবেগ।

গানটি প্রসঙ্গে পরিচালক মিঠু খান বলেন, “এটা একরকম ‘ওয়েদার ডিমান্ড’। এমন পরিবেশেই গানটি প্রকাশের উপযুক্ত সময় ছিল। ঠান্ডা মেজাজের এই রোমান্টিক ক্লাসিক শ্রোতারা বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন।”

গানটি প্রকাশিত হয়েছে টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেল, আরিফিন শুভর অফিসিয়াল ফেসবুক এবং নীলচক্র সিনেমার পেজে একযোগে। ‘নীলচক্র: ব্লু গ্যাং’ সিনেমায় এক তদন্ত কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। তার বিপরীতে অভিনয় করছেন নবাগত মন্দিরা চক্রবর্তী। সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক জানান— “এই সিনেমায় আমরা দেখিয়েছি এক বখে যাওয়া প্রজন্মের গল্প, যারা সোশ্যাল মিডিয়ার নেশায় নিজেরাই নিজের বিপদ ডেকে আনে। সেই বিপদ শুধু ব্যক্তিগত পর্যায়েই থাকে না, প্রভাব ফেলে পুরো পরিবারে। আর এই পতনের পেছনে রয়েছে একটি অদৃশ্য চক্র— যার নামই ‘নীলচক্র: ব্লু গ্যাং’।

চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা। সিনেমাটির অধিকাংশ অংশ ধারণ করা হয়েছে শহরের আধুনিক প্রেক্ষাপটে, যেখানে প্রযুক্তি ও মানবিক সম্পর্কের টানাপোড়েন একসঙ্গে ধরা পড়েছে।

আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, পারভীন পারু, আয়মান শিমলা ও ডলার।

এই ঈদে ‘নীলচক্র’ শুধু একটি থ্রিলার নয়, বরং হয়ে উঠতে চায় সময়ের আয়না, যেখানে প্রতিফলিত হয় বর্তমান প্রজন্মের না বলা গল্প।
 

ঢাকা/রাহাত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আর ফ ন শ ভ ন লচক র প রক শ

এছাড়াও পড়ুন:

যাই কিছু হোক না কেন নির্বাচন এক দিনও পেছাবে না: প্রেস সচিব

যাই কিছু হোক না কেন নির্বাচন এক দিনও পেছাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন।” 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত সংলাপে   তিনি এসব কথা বলেন। 

প্রেস সচিব বলেন, “আপনারা নিশ্চিন্ত থাকুন—প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচন হওয়ার কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে। একদিনও পেছানো হবে না। সুন্দর, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “বিশ্বের অনেক দেশেই জাতীয় ঐকমত্য গঠনে দীর্ঘ সময় লাগে। তুলনামূলকভাবে আমাদের রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে একাধিকবার বসেছে, আলোচনা করেছে। এটা ইতিবাচক প্রবণতা। আমরা আশা করছি,  ‘জুলাই সনদ’  একটি যুগান্তকারী রাজনৈতিক দলিল হবে।” 

তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে খসড়া সনদ তৈরি, যাচাই-বাছাই ও সমন্বয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছ। আজ বৈঠক চলছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এই সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস সচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ