হলভর্তি পানির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
Published: 31st, May 2025 GMT
টানা দুইদিনের বৃষ্টিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাস পানিতে প্লাবিত হয়ে যায়। পানি প্রবেশ করে পরীক্ষার হলেও। এ অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় এ কলেজ কেন্দ্রে অংশ নিয়েছেন প্রায় চার হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে বাধ্য হয়ে পানিতে পা রেখেই পাঁচ শতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।
শনিবার কলেজের ধর্মপুর ক্যাম্পাসের ডিগ্রি শাখায় গিয়ে এমন দুর্ভোগের চিত্র দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়া পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা রাতারাতি নিরসন সম্ভব নয়।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়- কলা ভবন, বিজ্ঞান ভবন-১, বিজ্ঞান ভবন-২, মিলিনিয়াম ভবন ও অর্থনীতি ভবনের নিচতলায় ১৫টিরও বেশি কক্ষে পানিতে থৈ থৈ করছে। এর মাঝেই বসে পরীক্ষা দিয়েছেন ৫ শতাধিক পরীক্ষার্থী। এছাড়াও কলেজের প্রধান ফটক, অশোকতলা রেলগেট এলাকা ও ধর্মপুরের তিনটি ফটকেই হাঁটু পানি মাড়িয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক বলেন, ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা দীর্ঘদিনের। ক্যাম্পাস নিচু হওয়ায় এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ক্যাম্পাসের আশপাশের এলাকায় পানি চলে এসেছে। আজ স্নাতক ভর্তি পরীক্ষায় প্রায় সাড়ে ৪ হাজার পরীক্ষার্থীর মধ্যে ভবনের নিচ তলায় আসন থাকা ৫ শতাধিক পরীক্ষার্থী ও শিক্ষাকরা জলাবদ্ধতার কারণে সীমাহীন দুর্ভোগে পড়েন।
দেবিদ্বার থেকে আসা তানিয়া আক্তার ও সামিয়া আক্তার বলেন, পরীক্ষা দিতে এসে জলাবদ্ধতার চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। কলা ভবনের নিচ তলায় একটি কক্ষে আমার সিট পড়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো রুমের মধ্যে পানি। সেই পানিতে বসেই পরীক্ষা দিতে হয়েছে।
চৌদ্দগ্রাম থেকে আসা পরীক্ষার্থী আঞ্জুমান আরা বেগম বলেন, দেশের প্রাচীন কয়েকটি সরকারি কলেজের মধ্যে ভিক্টোরিয়া অন্যতম। আজ প্রথম এসেই দেখি, পুরো ক্যাম্পাস পানিতে থৈ থৈ করছে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: পর ক ষ র থ কল জ র
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত