হলভর্তি পানির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
Published: 31st, May 2025 GMT
টানা দুইদিনের বৃষ্টিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাস পানিতে প্লাবিত হয়ে যায়। পানি প্রবেশ করে পরীক্ষার হলেও। এ অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় এ কলেজ কেন্দ্রে অংশ নিয়েছেন প্রায় চার হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে বাধ্য হয়ে পানিতে পা রেখেই পাঁচ শতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।
শনিবার কলেজের ধর্মপুর ক্যাম্পাসের ডিগ্রি শাখায় গিয়ে এমন দুর্ভোগের চিত্র দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়া পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা রাতারাতি নিরসন সম্ভব নয়।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়- কলা ভবন, বিজ্ঞান ভবন-১, বিজ্ঞান ভবন-২, মিলিনিয়াম ভবন ও অর্থনীতি ভবনের নিচতলায় ১৫টিরও বেশি কক্ষে পানিতে থৈ থৈ করছে। এর মাঝেই বসে পরীক্ষা দিয়েছেন ৫ শতাধিক পরীক্ষার্থী। এছাড়াও কলেজের প্রধান ফটক, অশোকতলা রেলগেট এলাকা ও ধর্মপুরের তিনটি ফটকেই হাঁটু পানি মাড়িয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক বলেন, ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা দীর্ঘদিনের। ক্যাম্পাস নিচু হওয়ায় এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ক্যাম্পাসের আশপাশের এলাকায় পানি চলে এসেছে। আজ স্নাতক ভর্তি পরীক্ষায় প্রায় সাড়ে ৪ হাজার পরীক্ষার্থীর মধ্যে ভবনের নিচ তলায় আসন থাকা ৫ শতাধিক পরীক্ষার্থী ও শিক্ষাকরা জলাবদ্ধতার কারণে সীমাহীন দুর্ভোগে পড়েন।
দেবিদ্বার থেকে আসা তানিয়া আক্তার ও সামিয়া আক্তার বলেন, পরীক্ষা দিতে এসে জলাবদ্ধতার চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। কলা ভবনের নিচ তলায় একটি কক্ষে আমার সিট পড়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো রুমের মধ্যে পানি। সেই পানিতে বসেই পরীক্ষা দিতে হয়েছে।
চৌদ্দগ্রাম থেকে আসা পরীক্ষার্থী আঞ্জুমান আরা বেগম বলেন, দেশের প্রাচীন কয়েকটি সরকারি কলেজের মধ্যে ভিক্টোরিয়া অন্যতম। আজ প্রথম এসেই দেখি, পুরো ক্যাম্পাস পানিতে থৈ থৈ করছে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: পর ক ষ র থ কল জ র
এছাড়াও পড়ুন:
বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।
লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।
‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স