এসএসসি পরীক্ষা শেষ করে চাচার কাছ থেকে টাকা ধার নিয়ে পাঁচটি ছাগল কিনেছিলেন নাঈমুল ইসলাম। এরপর চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ফারুকীপাড়া গ্রামে নিজ বাড়িতেই ছাগল পালন শুরু করেন তিনি। প্রথমে বড় অঙ্কের লোকসানে পড়েন, তবে দমে যাননি। টানা ছয় বছর ছাগল পালন ও বিক্রি করতে থাকেন। ধীরে ধীরে লাভের মুখ দেখেন নাঈমুল। বর্তমানে তাঁর ‘ফারুকীয়া অ্যাগ্রো ফার্মে’ ২৮টি ষাঁড় কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছেন।

নুরুল ইসলামের চার সন্তানের মধ্যে নাঈমুল ইসলাম মেজ। পটিয়া এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয় থেকে ২০১২ সালে এসএসসি পাস করেন তিনি। বর্তমানে তিনি চট্টগ্রাম কলেজে ইসলামের ইতিহাস বিষয়ে স্নাতকে পড়াশোনা করছেন। কচুয়াই ইউনিয়নের ফারুকীপাড়ায় নাঈমুলের খামারে গিয়ে দেখা যায়, বসতঘরের সঙ্গে লাগোয়া খামারে গরুকে ঘাস খাওয়াচ্ছেন তিনি। ২০১২ সালে প্রবাসী চাচা আবু তাহেরের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা ধার নেন নাঈমুল। সে টাকায় পাঁচটি পাঁঠা ছাগল কিনে লালনপালন শুরু করেন। কিছুদিন পর হঠাৎ দুটি পাঁঠা অসুস্থ হয়ে মারা যায়। পরে বাকি ৩টি ছাগল ৬০ হাজার টাকায় বিক্রি করে দেন। এতে খরচসহ প্রায় ৬০ হাজার টাকা লোকসানে পড়েন তিনি। পরের বছর চাচার কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে আবারও ২টি বড় পাঁঠা ছাগল কেনেন। চার মাস পর ২ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করেন সেগুলো। এভাবে ২০১৮ সাল পর্যন্ত প্রতিবছর চার থেকে পাঁচটি ছাগল লালনপালন করেছেন। ২০১৯ সালে ছাগল বিক্রির জমানো ৮০ হাজার টাকায় ২টি দেশি গরু কেনেন। ২০২০ সালে পটিয়া সমাজ সেবা থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে ঘরের পাশে টিনশেডের খামার নির্মাণ করেন। এরপর শুরু করেন গাভি ও ষাঁড় পালন। বর্তমানে ১৪টি গাভি, ৩টি বাছুরসহ তাঁর খামারে পশুর সংখ্যা ৪৫টি।

নাঈমুল বলেন, প্রতিটি গাভি থেকে ২০–২৫ কেজি করে দুধ সংগ্রহ করেন প্রতিদিন। দুধ থেকে টক দইও তৈরি করেন বিক্রির জন্য। দুধ ও দই পাশের একটি দোকানে বিক্রি হয়। খামারে এসেও পাইকারি হারে ক্রেতারা দুধ-দই নিয়ে যান। এতে প্রতিদিন আয় হয় প্রায় ১৬ হাজার টাকা। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সময়ে পশুখাদ্য ও ওষুধের দাম বেড়ে যায়। তখন পশুখাদ্যের জন্য নিজেদের চার কানি জমিতে ভুট্টা এবং সাড়ে চার কানি জমি বর্গা নিয়ে নেপিয়ার ঘাসের চাষ শুরু করেন। ২ বছর আগে ১২ হাজার টাকা বেতনে একজন কর্মচারী রাখেন। সব মিলিয়ে খরচ কমানোর পাশাপাশি খামারের উৎপাদন বাড়াতে সব চেষ্টাই করেন তিনি। খামারে গরুর গোবরও যেন নষ্ট না হয়, তার জন্য জৈব সার তৈরির প্রজেক্ট করারও পরিকল্পনাও রয়েছে তাঁর।

নাঈমুল ইসলামের খামারের নামফলক। খামারে পশু বিক্রির পাশাপাশি দুধও বিক্রি করেন তিনি। বিক্রির তৈরি করছেন টক দইও.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ন ত ন ল ইসল ম

এছাড়াও পড়ুন:

বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার

সংস্কার শেষে ফেনীর দ্বিতীয় কারাগার চালু হয়েছে। আজ শনিবার সকালে বন্দীদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে এ কারার যাত্রা শুরু হয়। এতে চট্টগ্রাম বিভাগের আটটি কারাগারের সাজাপ্রাপ্ত আসামিদের ও ফেনী জজ আদালতে বিচারাধীন মামলার আসামিদের রাখা হবে।

কারা সূত্র জানায়, দেশের পুরোনো চারটি কারাগারের মধ্যে ফেনী-২ কারাগার একটি। শত বছরের পুরোনো এ কারাগার ভবন ছিল জরাজীর্ণ। এ কারণে ২০১৯ সালে ১২ জানুয়ারি এ কারাগার থেকে বন্দীদের ফেনীর শহরতলির রানীরহাট এলাকার নতুন কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে কারাগারটি অনেকটা ‘পরিত্যক্ত’ অবস্থায় ছিল।

নতুন করে চালু হওয়া কারাগারটির অবস্থান ফেনী শহরের মাস্টারপাড়ায়। এটি ১৯১৫ সালে সাবজেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৯৮ সালে জেলা এটিকে কারাগারে উন্নীত হয়। এ কারাগারের বর্তমান ধারণক্ষমতা ১৭২ জন। এর মধ্যে ১৭০ জন পুরুষ ও ২ জন নারী। কারাগার চালু করার জন্য গতকাল কুমিল্লা জেলা কারাগার থেকে ২৪ জন ও চট্টগ্রাম থেকে চারজন বন্দীকে আনা হয়েছিল। তাঁরা সবাই সশ্রম সাজাপ্রাপ্ত। এ কারাগারে তাঁরা রান্নার দায়িত্বে থাকবেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীদের ফেনীর দ্বিতীয় কারাগারে আনা হবে। আপাতত এতে কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা থেকে ৭৪ জন, নোয়াখালী থেকে ১৫ জন, লক্ষ্মীপুর থেকে ৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৩ জন বন্দী এখানে স্থানান্তর করা হবে। এতে সেল, রান্নাঘর, কিশোর ওয়ার্ড, মসজিদসহ প্রয়োজনীয় সুবিধা রয়েছে। এ কারাগার নিয়ে বর্তমানে দেশে কারার সংখ্যা ৭১।

জানতে চাইলে ফেনী-২–এর জেল সুপার মো. দিদারুল আলম বলেন, ‘রাষ্ট্র চায়, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধনের কেন্দ্র হোক। এরই অংশ হিসেবে সংস্কার শেষে ফেনী কারাগার-২ চালু হয়েছে।’

কারাগারের ভারপ্রাপ্ত জেলার ফেরদৌস মিয়া প্রথম আলোকে বলেন, ‘এ কারাগারে স্থানান্তরিত বন্দীদের সব সুযোগ-সুবিধা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সও যোগদান করেছেন। বেশির ভাগ পদে কর্মচারীরাও কাজ শুরু করেছেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম, জেএসসি ছাড়াও ভর্তি
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার