দুই দিনব্যাপী ১৯তম টরোন্টো বাংলা বইমেলা শুরু
Published: 1st, June 2025 GMT
কানাডার টরেন্টোর ড্যানফোর্থের ডেন্টোনিয়া পার্কের শহীদ মিনারে দুই দিনব্যাপী ১৯তম টরোন্টো বাংলা বইমেলা-২০২৫-এর উদ্ধোধন হয়েছে। উদ্ধোধন করেন বাংলাদেশি কানাডিয়ান এম.পি.পি ডলি বেগম। এ সময় স্বাগত বক্তব্য দেন বইমেলা আহ্বায়ক সাদি আহমেদ। এ সময়ে বাংলাদেশ কমিউনিটির নতুন প্রজন্মের শিশু কিশোর ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডন অন ডেনফোর্থ মিলনায়তনে দুই দিনব্যাপী এই মেলায় রয়েছে সাহিত্য আলোচনা ও কর্মশালা, কবিতা ও আবৃত্তি কর্মশালা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক পরিচিতি, প্রকাশক পরিচিতি, সামাজিক সমস্যাভিত্তিক সেমিনার, গুণীজন স্মরণ অনুষ্ঠান, চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘অন্যমেলা’র আয়োজনে ১৯তম টরোন্টো বাংলা বইমেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ও উত্তর আমেরিকার শীর্ষ স্থানীয় লেখক ও প্রকাশকরা। আয়োজকরা জানান, প্রাণের ভাষা বাংলা ও নতুন প্রজন্মের মাঝে আমাদের শিল্প সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরাই টরোন্টো বাংলা বইমেলার মূল লক্ষ্য।
.উৎস: Samakal
কীওয়ার্ড: বইম ল
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি