পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত দুই দিনে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্শ্ববর্তী নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ১৭৩ রোগী ভর্তি হয়েছেন, যাঁদের অধিকাংশই ইপিজেড এলাকা থেকে এসেছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এ ঘটনায় ইপিজেড কর্তৃপক্ষ গতকাল শনিবার দুপুরে সেখানকার সব কারখানার পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে হঠাৎ হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী আসতে থাকেন। গত শুক্রবার ক্রমেই এ সংখ্যা বাড়ছিল। এদিন বিকেল পর্যন্ত ৬২ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরপর গতকাল বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৫১ রোগী ভর্তি হন। হঠাৎ অতিরিক্ত রোগী ভর্তির কারণে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। শয্যা খালি না থাকায় অনেক রোগীকে বারান্দায় রাখা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী এহসান প্রথম আলোকে বলেন, ডায়রিয়ায় আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর অধিকাংশই ঈশ্বরদী ইপিজেডের কর্মী। ধারণা করা হচ্ছে, পানিবাহিত কোনো জীবাণুর কারণে তাঁরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে। বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে। ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অন্তত ১০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ঈশ্বরদী ইপিজেডের ডেনিম ভিনটেজ (এ্যাবা), নাকানো ইন্টারন্যাশনাল বিডিসহ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেন। বৃহস্পতিবার দুপুরে কারখানায় সরবরাহ করা পানি পান করেন তাঁরা। এর পর থেকেই অসুস্থতা অনুভব করতে থাকেন। রাতে শুরু হয় বমি, পেটব্যথা ও পাতলা পায়খানা। পরদিন সকালে তাঁরা হাসপাতালে ভর্তি হন।

ডেনিম ভিনটেজের কর্মী মমতাজ বেগম বলেন, তাঁরা দুপুরে বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবার খেয়েছিলেন। তবে পানি পান করেছিলেন ইপিজেডের ট্যাপকল থেকে। তাঁর ধারণা, পানি খেয়ে তাঁরা অসুস্থ হয়েছেন। নাকানো ইন্টারন্যাশনাল বিডির কর্মী আমজাদ হোসেন বলেন, ‘আমরা খাবার খেয়েছি আলাদা আলাদা। তবে পানি খেয়েছি এক জায়গার। তাই পানি থেকে সমস্যা হতে পারে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টা পর্যন্ত ৫ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। গুরুতর দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার সকাল পর্যন্ত আরও ৯ জন নতুন করে ভর্তি হয়েছেন। বর্তমানে ভর্তি রোগী ৬৩ জন। তাঁদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৪৬ জন নারী।

লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, ‘খুব স্বল্প সময়ে বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় আমরা চিকিৎসা দিতে চরম চাপে পড়ি। তবে সবাই মিলে পরিস্থিতি সামাল দিচ্ছি। শুধু দুজনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। ভর্তি রোগীরা সবাই এক জায়গার পানি পান করেছেন। তাই ধারণা করছি, পানিবাহিত ব্যাকটেরিয়া থেকে সমস্যা হতে পারে। সব রোগীর পেটব্যথা ও পাতলা পায়খানার উপসর্গ আছে।’

ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক এ বি এম শহিদুল ইসলাম বলেন, দুই দিন ধরে ইপিজেডের বেশ কয়েকজন কর্মী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বেশ কিছু রোগীকে ইপিজেড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, পানির কারণে এমনটি হতে পারে। ইতিমধ্যে ইপিজেডের ২৪টি কারখানার খাবার পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কারখানা এলাকা পরিচ্ছন্ন রাখতে প্রতিটি কারখানাকে পরামর্শ দেওয়া হয়েছে। হঠাৎ এই ডায়রিয়ার কারণও তদন্ত করে দেখা হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব স থ য কমপ ল ক স হয় ছ ন উপজ ল

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ