ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি জাভেদ আখতার বলেছেন, বাজেটে বেশ কিছু ইতিবাচক বিষয় রয়েছে। তবে এই বাজেট অনুগত করদাতাদের ওপর অতিরিক্ত করের বোঝা বাড়াতে পারে। অবশ্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তহবিলে ৫ হাজার ৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পুঁজিবাজারে যেসব কোম্পানির ১০ শতাংশের কম শেয়ার তালিকাভুক্ত তাদের ওপর অতিরিক্ত সাড়ে ৭ শতাংশ কর আরোপের প্রস্তাব উদ্বেগজনক। ব্যাংকিং মাধ্যমে লেনদেনে হ্রাসকৃত করহারের সুবিধা বাদ দেওয়ার প্রস্তাব আনুষ্ঠানিক অর্থনীতি গড়ে তোলার জাতীয় প্রচেষ্টার বিপরীত। করমুক্ত আয়সীমা বাড়ালেও সামগ্রিক পরিবর্তন বিবেচনায় মধ্য আয়ের কর দাতাদের ওপর অতিরিক্ত করের বোঝা পড়বে। অনলাইন বিক্রির ওপর ভ্যাট ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা এ খাতের প্রতিষ্ঠানকে হুমকির মুখে ফেলবে।

তিনি বলেন, কর রেয়াত ও ফেরতের সময়সীমা চার মাস থেকে ছয় মাসে বাড়ানোর ফলে চলতি মূলধন সংকটে থাকা ব্যবসায়ীদের জন্য উপকার হবে। আবার এইচএস কোড সংশোধনসহ বিভিন্ন উদ্যোগ বাণিজ্য ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও স্বচ্ছ করবে। আমদানি নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধি লঙ্ঘন ও কার্গো ঘোষণায় ত্রুটির জরিমানা কমানোয় আমদানি প্রক্রিয়া সহজ হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: করদ ত ত দ র ওপর

এছাড়াও পড়ুন:

বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...

গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।

একনজরে সিনেমা: ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ স্ট্রিমিং: নেটফ্লিক্স ধরন: ড্রামা, ক্রাইম থ্রিলার রানটাইম: ১ ঘণ্টা ৩২ মিনিট পরিচালক: সাইমন স্টোন অভিনয় : কিরা নাইটলি, গাই পিয়ার্স, ডেভিড আজালা, গিটে উইট, আর্ট মালিক, হান্নাহ ওয়াডিংহাম, কায়া স্কোডেলারিও

লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।

‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স

সম্পর্কিত নিবন্ধ