অনুগত করদাতাদের ওপর চাপ বাড়বে: জাভেদ আখতার
Published: 2nd, June 2025 GMT
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি জাভেদ আখতার বলেছেন, বাজেটে বেশ কিছু ইতিবাচক বিষয় রয়েছে। তবে এই বাজেট অনুগত করদাতাদের ওপর অতিরিক্ত করের বোঝা বাড়াতে পারে। অবশ্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তহবিলে ৫ হাজার ৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পুঁজিবাজারে যেসব কোম্পানির ১০ শতাংশের কম শেয়ার তালিকাভুক্ত তাদের ওপর অতিরিক্ত সাড়ে ৭ শতাংশ কর আরোপের প্রস্তাব উদ্বেগজনক। ব্যাংকিং মাধ্যমে লেনদেনে হ্রাসকৃত করহারের সুবিধা বাদ দেওয়ার প্রস্তাব আনুষ্ঠানিক অর্থনীতি গড়ে তোলার জাতীয় প্রচেষ্টার বিপরীত। করমুক্ত আয়সীমা বাড়ালেও সামগ্রিক পরিবর্তন বিবেচনায় মধ্য আয়ের কর দাতাদের ওপর অতিরিক্ত করের বোঝা পড়বে। অনলাইন বিক্রির ওপর ভ্যাট ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা এ খাতের প্রতিষ্ঠানকে হুমকির মুখে ফেলবে।
তিনি বলেন, কর রেয়াত ও ফেরতের সময়সীমা চার মাস থেকে ছয় মাসে বাড়ানোর ফলে চলতি মূলধন সংকটে থাকা ব্যবসায়ীদের জন্য উপকার হবে। আবার এইচএস কোড সংশোধনসহ বিভিন্ন উদ্যোগ বাণিজ্য ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও স্বচ্ছ করবে। আমদানি নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধি লঙ্ঘন ও কার্গো ঘোষণায় ত্রুটির জরিমানা কমানোয় আমদানি প্রক্রিয়া সহজ হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন