তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, তথ্য মন্ত্রণালয় সবসময় সাংবাদিকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে মন্ত্রণালয়ের একটি শক্ত সেতুবন্ধন রয়েছে।

মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারের সদস্য এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যসচিব এসব কথা বলেন। মঙ্গলবার রাজধানীর তথ্য ভবনের ডিপিএফ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১ কোটি ৬৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

মাহবুবা ফারজানা বলেন, ‘কিছু পত্রিকায় এমন কিছু সংবাদ প্রকাশিত হয়, যা যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে।’ তিনি আরও বলেন, সাংবাদিকদের উচিত হবে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করা। সাংবাদিকতার কিছু নৈতিক নির্দেশনা বা কোড অব কনডাক্ট রয়েছে— তা অনুসরণ করে চললে সবার মঙ্গল হবে। এতে সমাজে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়াবে না।

তথ্যসচিব বলেন, ‘আমরা একটি রূপান্তরের সময় পার করছি। আমাদের ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে এ সময়টাকে মোকাবিলা করতে হবে। এই সময়ে সাংবাদিক ভাই-বোনেরা সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন।’

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো.

নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহসভাপতি খায়রুল বাশার, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য শাহীন হাসনাত প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে স্কুলব্যাগ ও বৃক্ষ বিতরণ

প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ৯৫নং আদমজী নগর সরকারি প্রথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুলব্যাগ ও বৃক্ষ বিতরণ করা হয়েছে।  

সোমবার (২৮ জুলাই) বিকালে প্রতিভা সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান এ্যাড. হাবিবুর রহমান মাসুমের সভাপতিত্বে ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুলব্যাগ ও বৃক্ষ বিতরণ করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জি. এম. সাদরিল। এ সময় ছাত্র-ছাত্রীদের মাঝে ২শত স্কুল ব্যাগ ও ৩শত বৃক্ষ বিতরণ করা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৯৫নং আদমজী নগর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজিদা বেগম, সিদ্ধিরগঞ্জ  থানা জাসাস এর আহ্বায়ক শামীম আহমেদ আলী,  ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  জামান মির্জা, সিদ্ধিগঞ্জ থানা তরুণ দলের যুগ্ম-আহ্বায়ক আমিনুল  হক রানা, ৭নং ওয়ার্ড বিএনপির কোষাধক্ষ্য কামাল হোসেন,সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দলের সদস্য সচিব মমিন হোসেন মোহন, শাহ আলম, কালাম, আঃ রাহিম প্রমূখ।

স্কুলব্যাগ ও বৃক্ষ বিতরণের পূর্বে জি. এম. সাদরিল বলেন, এই যে বাচ্চারা ওদের যে বয়স, এই বয়স থেকে ওরা জীবনের প্রথম দাপ শুরু করছে। যারা বাবা, মা আছেন আপনারা সন্তানের প্রতি বেশি খেয়াল রাখবেন।

অনেক মা,বাবা আছেন মনে করেন যে বাচ্চাকে স্কুলে দিলাম, পড়াশুনা করলো স্কুলের শিক্ষক, শিক্ষিকারা দেখবে তা কিন্তু ঠিক না। আপনার সন্তান যখন স্কুল থেকে বাড়ি ফিরে তখন খোজখবর নিবেন ওরা ঠিক মতো লেখাপড়া করেছে কিনা, ওরা কার সাথে মিশে সেই দিকে খেয়ার রাখবেন।

মোবাইল ফোন একটা ক্ষতিকারক জিনিস মোবাইল ফোন থেকে বাচ্চাদের দূরে রাখতে হবে। মোবাইল ফোন ব্যবহারে যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে।

অনেকে আছেন বাচ্চাকে মোবাইল ফোন দিয়ে বাসার কাজ করছেন, কিন্তুু আপনার বাচ্চা মোবাইল ফোনে ভালো কাজে ব্যবহার করছে, না খারাপ কাজে ব্যবহার করছে সেই দিকে খেয়াল রাখছেন না,এটা কিন্তুু ঠিক না।

খেয়াল রাখতে হবে বাচ্চা যদি মোবাইল ফোন ভালো কাজে ব্যবহার করে তাহলে সে ভালো থাকবে, আর যদি খারাপ কাজে ব্যবহার করে তাহলে কিন্তুু তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।

পিতা-মাতার ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সন্তনকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। আপনার সন্তান হচ্ছে আপনার মূল্যবান সম্পদ, আপনার ভবিষ্যৎ, সন্তানদের এমন ভাবে মানুষ করবেন যেন সে বয়সকালে আপনাদের খেয়াল রাখে।

সভাপতির বক্তব্য প্রতিভা সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান এ্যাডঃ হাবিবুর রহমান মাসুম বলেন, আমরা সবসময় এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি।

আপনারা দেখেছেন আমরা বৃক্ষরোপন করেছি, এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি, বিনামূল্যে সুন্নতে খতনা, ৭নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননাসহ আরো অনেক কাজ করেছে। আমরা সবসময় আমাদের প্রতিভা সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে এলাকার উন্নয়নের কাজ করে যাব।
 

সম্পর্কিত নিবন্ধ

  • প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে স্কুলব্যাগ ও বৃক্ষ বিতরণ