পবিত্র ইদুল আজহাকে কেন্দ্র করে টানা ১০ দিনের দীর্ঘ ছুটিতে দেশ। ঈদের আগে সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার (৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিনে ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৪.

২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০৯ পয়েন্টে।  ডিএসই শরিয়াহ সূচক ১১.৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬.১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৭৭টি কোম্পানির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত আছে ৬৪টির।

এদিন ডিএসইতে মোট ২২৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৩.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ২২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.৬৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১১৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৪২ পয়েন্ট বেড়ে ৮৪৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৭.৬৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৭৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৬৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৪টি কোম্পানির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত আছে ৩১টির।

সিএসইতে ১০ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল খ ট ক র শ য় র ও ইউন ট স এসইত ড এসইত ড এসই স এসই

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৯৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করবে গোল্ডেন হার্ভেস্ট

কারণ ছাড়াই বাড়ছে আরো দুই কোম্পানির শেয়ার দর

‎ডিএসইতে মোট ৪০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত আছে ৮৬টির।

এদিন ডিএসইতে মোট ৭০৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

‎অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৮.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৪৩৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬.৬৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৬৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট কমে ৯৭২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬০.৭৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করছে।

‎সিএসইতে মোট ২১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭০টি কোম্পানির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির।

‎সিএসইতে ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন
  • পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন