পুলিশের চলাচলে সুবিধার জন্য ডাবল কেবিন পিকআপ ক্রয়সহ নৌপরিবহন মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মোট পাঁচটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত কমিটি। 

বুধবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, নৌপরিবহন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘এস্টাব্লিশমেন্ট অব জিএমডিএসএস অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম’ প্রকল্পের কোরিয়ান পরামর্শক প্রতিষ্ঠান এনসি টেকনোলজি কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধিসহ ইডিসিএফ লোন অ্যাগ্রিমেন্টের আওতায় সুপারভিশন কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

সভায় চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ২০০টি ডাবল কেবিন পিকআপ ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এসব গাড়ি কিনতে ব্যয় হবে ১৭২ কোটি টাকা। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড গাড়ি সরবরাহ করবে।

এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের দুটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত কমিটি।

ঢাকা/হাসনাত/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রস ত ব

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ