ঈদযাত্রায় শতভাগ স্বস্তি না থাকলেও বড় অভিযোগ পাইনি: ফাওজুল কবির
Published: 5th, June 2025 GMT
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘ঈদযাত্রায় শতভাগ স্বস্তি না থাকলেও যাত্রীদের কাছে খুব বড় অভিযোগ পাইনি।’
আজ বৃহস্পতিবার দুপুরে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ফাওজুল কবির খান। উপদেষ্টা এর আগে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দলমত–নির্বিশেষে সবার সরকার। তিনি বলেন, যেহেতু সবার সরকার, তাই আলাদাভাবে রেলপথ কিংবা সড়ক মন্ত্রণালয় হিসেবে তাঁরা কাজ করছেন না।
জ্বালানি উপদেষ্টা বলেন, জনগণের ঈদযাত্রা যেন কষ্টের না হয়, সে বিষয়ে তাঁরা চেষ্টা করছেন। এ সময় কমলাপুর রেলস্টেশন থেকে সব কটি ট্রেন সময়মতো ছেড়ে গেছে বলে জানান উপদেষ্টা।
বেশি ভাড়া আদায়ের বিষয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, সায়েদাবাদে দুইটি জায়গায় বেশি ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছেন তাঁরা। দুটিতেই অতিরিক্ত ভাড়া যাত্রীকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন এবং বেশি অনিয়ম করা একটি বাস কোম্পানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জ্বালানি উপদেষ্টা। যাত্রী বাড়ায় ট্রেনের কোচের সংখ্যা বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেই ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আরও কোচ এলে কোচের সংখ্যা আরও বাড়ানো হবে। ট্রেনের ছাদে যাত্রী পরিবহনবিষয়ক এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্দেশনা দেওয়া হয়েছে যে ছাদে এবং জানালা দিয়ে কোনো যাত্রী ট্রেনে উঠবেন না।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন