অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘ঈদযাত্রায় শতভাগ স্বস্তি না থাকলেও যাত্রীদের কাছে খুব বড় অভিযোগ পাইনি।’

আজ বৃহস্পতিবার দুপুরে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ফাওজুল কবির খান। উপদেষ্টা এর আগে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দলমত–নির্বিশেষে সবার সরকার। তিনি বলেন, যেহেতু সবার সরকার, তাই আলাদাভাবে রেলপথ কিংবা সড়ক মন্ত্রণালয় হিসেবে তাঁরা কাজ করছেন না।

জ্বালানি উপদেষ্টা বলেন, জনগণের ঈদযাত্রা যেন কষ্টের না হয়, সে বিষয়ে তাঁরা চেষ্টা করছেন। এ সময় কমলাপুর রেলস্টেশন থেকে সব কটি ট্রেন সময়মতো ছেড়ে গেছে বলে জানান উপদেষ্টা।

বেশি ভাড়া আদায়ের বিষয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, সায়েদাবাদে দুইটি জায়গায় বেশি ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছেন তাঁরা। দুটিতেই অতিরিক্ত ভাড়া যাত্রীকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন এবং বেশি অনিয়ম করা একটি বাস কোম্পানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জ্বালানি উপদেষ্টা। যাত্রী বাড়ায় ট্রেনের কোচের সংখ্যা বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেই ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আরও কোচ এলে কোচের সংখ্যা আরও বাড়ানো হবে। ট্রেনের ছাদে যাত্রী পরিবহনবিষয়ক এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্দেশনা দেওয়া হয়েছে যে ছাদে এবং জানালা দিয়ে কোনো যাত্রী ট্রেনে উঠবেন না।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপদ ষ ট সরক র

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ