ঈদযাত্রায় সায়েদাবাদে যাত্রীর চাপ, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
Published: 5th, June 2025 GMT
পবিত্র ঈদুল আজহায় সরকারি ছুটির প্রথম দিন আজ বৃহস্পতিবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদযাত্রায় ঢাকা ছাড়ছেন তাঁরা। তবে পথে যানজট থাকায় অনেক রুটের বাস দেরিতে আসছে, ছাড়ছেও দেরিতে। অভিযোগ উঠেছে বাড়তি ভাড়া নেওয়ার।
আজ সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে সায়েদাবাদের বাস কাউন্টারগুলো ঘুরে যাত্রীদের ভিড় দেখা যায়। বেশির ভাগ কাউন্টারে যাত্রীরা বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় ঢাকা থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জগামী একটি পরিবহনের কাউন্টারের সামনে যাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়। অপেক্ষারত একজন যাত্রী জানান, বাস দেরি করে আসছে। তাই টিকিট দিতেও দেরি করছে। টিকিটের জন্য সারি ধরে দাঁড়িয়ে আছেন তাঁরা।
রামগঞ্জগামী যাত্রী সামিউল বলেন, অন্য সময়ে ৩০০ টাকা নেওয়া হলেও এখন একেকটি টিকিটের জন্য ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে।
আশপাশের কাউন্টারগুলোয় ডেকে ডেকে যাত্রী তুলছিলেন বাসের সহকারী ও কাউন্টার মাস্টার। বরিশালগামী এক যাত্রী টিকিট সংগ্রহ করতে চাইলে বাস কাউন্টারের মাস্টার বললেন, ‘এসি বাসে একদাম ১ হাজার টাকা। আর নন–এসি বাসে একদাম ৮০০ টাকা।’
কয়েকটি রুটে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করলেন যাত্রীরা। তানভির হাসান নামের একজন ঢাকা থেকে কুমিল্লা যাবেন। বললেন, অন্য সময়ে ২৩০ থেকে ২৫০ টাকা ভাড়া নেয়। রোজার ঈদে নিয়েছিল সাড়ে ৩০০ টাকা। এবারের ঈদে ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে।
ঈদযাত্রায় বাসের জন্য দীর্ঘ অপেক্ষায় যাত্রীরা। আজ বৃহস্পতিবার সকালে, রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক উন ট র
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ