ঢোলের তালে তালে এগিয়ে চলেছে ‘বাংলার ডন’। পায়ে ঘুঙুর, গায়ে গয়না। তাকে ঘিরে ছুটছে শিশু-কিশোরেরা। উল্লাসে মুখর চারপাশ। আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের সিআরবি শিরীষতলায় ছিল এমনই চিত্র। কোরবানির গরু সাজিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে সেখানে আয়োজন করা হয় শোভাযাত্রা ও প্রদর্শনী

পাড়া-মহল্লার বিভিন্ন ক্লাব গতবারের মতো এবারও এই অভিনব শোভাযাত্রার আয়োজন করেছে। গায়ে গয়না পরা নানা রঙের ও আকারের গরু অংশ নেয় এতে। দুপুর থেকেই শুরু হয় এই আনন্দ-আয়োজন। সন্ধ্যা ছয়টাতেও গরু নিয়ে দৌড়াচ্ছিল শিশুরা। একক কেউ এই আয়োজন করেন না। কিশোর-তরুণেরা নিজেদের মধ্যে যোগাযোগ করে শোভাযাত্রায় চলে আসেন।

সিআরবির পাশের বাসিন্দা শিশু আবদুল ওয়াজেদ। প্রায় সাড়ে তিন লাখ টাকায় তাদের কেনা গরুটির নাম দিয়েছে ‘বাংলার ডন’। উচ্ছ্বসিত কণ্ঠে সে বলে, ‘কয়েক দিন আগে বাবা গরু এনেছে। আমি নিয়মিত গরুকে খাওয়াই। আজ বড় ভাইদের সঙ্গে শোভাযাত্রায় এসেছি। অনেক ভালো লাগছে।’

আজ দুপুর থেকেই কাজীর দেউড়ি ও আশপাশের বিভিন্ন পাড়া-মহল্লার শিশু-কিশোর ও তরুণেরা শোভাযাত্রায় অংশ নেন। নানা সড়ক ঘুরে তাঁরা সিআরবি এলাকায় এসে থামেন। পরে আবার ফিরে যান নিজ নিজ এলাকায়।

শোভাযাত্রায় অংশ নেওয়া গরু। আজ বিকেলে চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স আরব

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ