চট্টগ্রামে ঢোল-ঘুঙুরের তালে গরুর শোভাযাত্রা, আনন্দে মাতোয়ারা শিশুরা
Published: 6th, June 2025 GMT
ঢোলের তালে তালে এগিয়ে চলেছে ‘বাংলার ডন’। পায়ে ঘুঙুর, গায়ে গয়না। তাকে ঘিরে ছুটছে শিশু-কিশোরেরা। উল্লাসে মুখর চারপাশ। আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের সিআরবি শিরীষতলায় ছিল এমনই চিত্র। কোরবানির গরু সাজিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে সেখানে আয়োজন করা হয় শোভাযাত্রা ও প্রদর্শনী
পাড়া-মহল্লার বিভিন্ন ক্লাব গতবারের মতো এবারও এই অভিনব শোভাযাত্রার আয়োজন করেছে। গায়ে গয়না পরা নানা রঙের ও আকারের গরু অংশ নেয় এতে। দুপুর থেকেই শুরু হয় এই আনন্দ-আয়োজন। সন্ধ্যা ছয়টাতেও গরু নিয়ে দৌড়াচ্ছিল শিশুরা। একক কেউ এই আয়োজন করেন না। কিশোর-তরুণেরা নিজেদের মধ্যে যোগাযোগ করে শোভাযাত্রায় চলে আসেন।
সিআরবির পাশের বাসিন্দা শিশু আবদুল ওয়াজেদ। প্রায় সাড়ে তিন লাখ টাকায় তাদের কেনা গরুটির নাম দিয়েছে ‘বাংলার ডন’। উচ্ছ্বসিত কণ্ঠে সে বলে, ‘কয়েক দিন আগে বাবা গরু এনেছে। আমি নিয়মিত গরুকে খাওয়াই। আজ বড় ভাইদের সঙ্গে শোভাযাত্রায় এসেছি। অনেক ভালো লাগছে।’
আজ দুপুর থেকেই কাজীর দেউড়ি ও আশপাশের বিভিন্ন পাড়া-মহল্লার শিশু-কিশোর ও তরুণেরা শোভাযাত্রায় অংশ নেন। নানা সড়ক ঘুরে তাঁরা সিআরবি এলাকায় এসে থামেন। পরে আবার ফিরে যান নিজ নিজ এলাকায়।
শোভাযাত্রায় অংশ নেওয়া গরু। আজ বিকেলে চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স আরব
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরিফ (২০) নামের আরও একজন।
শনিবার (১ নভেম্বর ) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার পঞ্চবটি মেথর খোলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের জুয়েল মিয়া (৪০) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে।
তিনি পেশায় একজন দর্জি ছিলেন। নিহত জুয়েল বর্তমানে ফতুল্লার মুসলিম নগরে সালাম আহমেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পারাপারের সময় ময়দা ও আটা বোঝাই দুটি ট্রাকের মাঝখানে পড়ে দুজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত আরিফুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
সংবাদ পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক আবু রায়হান নুর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুটি ট্রাক থানায় নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত)আনোয়ার হোসেন জানান,দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুটি ট্রাক থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।