নিস্তব্ধ পাহাড়ের পাদদেশে মুখরিত টাঙ্গুয়ার হাওর
Published: 8th, June 2025 GMT
একদিকে ঢল, বন্যা, ফসলহানি, বাঁধ ভাঙার কষ্ট। অন্যদিকে অবারিত জলরাশি, শস্যের মাঠ আর অতুল্য প্রাকৃতিক সৌন্দর্য্যের সম্ভার। নিজের কষ্ট আড়াল করে সেই সৌন্দর্যে অতিথিদের ক্লান্তি ভুলায় তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার অধ্যুষিত প্রাকৃতিক লীলাভূমি। ঈদ-পার্বণের ছুটিতে এই হাওরের পাড়ে ছুটে যান পর্যটকরা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
ঈদুল আজহার ছুটিতে এরইমধ্যে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত টাঙ্গুয়ার হাওর এলাকা। ঈদের দিন সন্ধ্যার পর থেকে আশেপাশের পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে হাওর এলাকায়। রোববার সকাল থেকেই সেখানে ভিড় বাড়তে থাকে। পর্যটকরা সকাল থেকেই হাউজবোট ও কান্ট্রি বোট চড়ে টাঙ্গুয়ার হাওরের দিকে রওয়ানা হয়েছেন বলে জানিয়েছেন নীল জল দ্যা প্রিমিয়াম হাউজ বোটের মালিক আবিকুল ইসলাম।
এই বোট মালিক আরো জানান, প্রতিটি হাউজবোট একদিন-এক রাতের জন্য ৮০ থেকে এক লাখ টাকায় বুকিং হয়। আর কাট্রি বোটগুলো ৪০ থেকে ৫০ হাজার টাকায়।
হাউজবোটগুলো অত্যাধুনিক ও বিলাসবহুল সুযোগ সুবিধাসম্পন্ন নৌকা। আর কান্ট্রিবোট বলতে দেশীয় সাধারণ ইঞ্জিন চালিত নৌকাগুলোকে বোঝায়।
টাঙ্গুয়ার হাওরসহ অনেকগুলো দর্শনীয় স্থানের সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে তাহিরপুর উপজেলায়। সারা বছরেই এই উপজেলার পর্যটন স্পটগুলো দেশ-বিদেশের সৌন্দর্য পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে থাকে।
তবে ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলন মেলায় পরিণত হয় টাঙ্গুয়ার হাওর, লাকমা ছড়া, নিলাদ্রি লেক, বারিক্ক্যার টিলা ও যাদুকাটা নদী। এখানে ঈদ উৎসব ছাড়াও ছুটির দিনে আসেন সহস্রাধিক পর্যটক। এই ঈদেও পর্যটকদের আগমনে মুখরিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, ঈদের ছুটি কাটাতে পর্যটকদের সৌন্দর্য উপভোগের জন্য এ উপজেলায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর, ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প নীলাদ্রী লেক, বারিক্ক্যা টিলা, লাকমাছড়া, রূপের নদী যাদুকাটা ও জয়নাল আবেদীন শিমুল বাগান। এ ছাড়াও রয়েছে ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প উচ্চ বিদ্যালয়ের পেছনে ট্যাকেরঘাট পাহাড়ি ছড়া, রাজাই ঝর্ণা, লালঘাট ছড়া, লালঘাট ঝর্ণা।
তারা বলেন, পর্যটকরা সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে নৌকায় উঠে দুপুর ২টার মধ্যে টাঙ্গুয়ার হাওরে পৌঁছাতে পারেন। সেখানে হাওরের সচ্ছ পানিতে গোসল করার সুযোগ রয়েছে। এছাড়া দুপুরের খাবারের বন্দোবস্ত রয়েছে হাওরেই। বিকেলে নৌকা নিয়ে ট্যাকেরঘাট নীলাদ্রি লেকে ঘোরার সুযোগ রয়েছে। তাছাড়া নিরাপদ রাত্রিযাপন করতে পারবেন হাওরেই।
নীলাদ্রী লেক থেকে পায়ে হেঁটেই সীমান্তের ছোট ছোট পাহাড়ে উঠে সৌন্দর্য উপভোগ করা যায় মেঘালয়ের। এ ছাড়াও হাতে সময় থাকলে নীলাদ্রীর পাড়ে থাকা মোটরসাইকেলে করে বারিক্ক্যাা টিলা, রূপের নদী যাদুকাটা ও শিমুল বাগানসহ সবকটি পর্যটনস্পট ঘুরা যায় সহজেই।
তাহিরপুর ইউএনও আবুল হাসেন বলেন, তাহিরপুরে সারা বছরেই পর্যটক আসেন। আগত পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারি রয়েছে। পর্যটকদের উপস্থিতি আরও বাড়বে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ন মগঞ জ ট ঙ গ য় র হ ওর ট ঙ গ য় র হ ওর স ন দর য উপজ ল
এছাড়াও পড়ুন:
ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ জন পেহেলগামের হামলাকারী: পার্লামেন্টে অমিত শাহ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিন বন্দুকধারী ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। গতকাল সোমবার অভিযানটি চালানো হয়।
আজ মঙ্গলবার ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া বক্তব্যে অমিত শাহ এসব কথা বলেন।
তিন মাসেরও বেশি আগে গত ২২ এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামের বৈসরানে পর্যটকদের ওপর বন্দুকধারীরা হামলা চালান। ওই ঘটনায় ২৬ জন নিহত হন।
অমিত শাহ বলেন, ‘আমি পার্লামেন্টে জানাতে চাই, বৈসরানে যে তিন সন্ত্রাসী হামলা চালিয়েছিলেন, তাঁদের সবাইকে হত্যা করা হয়েছে।’ তাঁর দাবি, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য। জাতিসংঘ এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
অমিত শাহ আরও বলেন, ‘হামলায় তাঁদের জড়িত থাকার ব্যাপারে আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে বিস্তারিত প্রমাণ আছে।’
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরের দাচিগাম এলাকার পাহাড়ে গতকাল ওই অভিযান চালানো হয়েছে। শ্রীনগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দাচিগামের অবস্থান।
এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা বন্দুকধারীরা হঠাৎ বেরিয়ে এসে পর্যটকদের ওপর গুলি চালান। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের প্রায় সবাই ভারতীয়। একজন নেপালি ছিলেন।
আরও পড়ুনকাশ্মীরে পর্যটকদের গুলি করার আগে কী হয়েছিল, জানালেন প্রত্যক্ষদর্শীরা২৫ এপ্রিল ২০২৫ভারতের অভিযোগ, এ হামলার পেছনে পাকিস্তানের মদদ আছে। তবে ইসলামাবাদ তা অস্বীকার করেছে। পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে গত মে মাসে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে চার দিন ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে দুই পক্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চলটি ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়ে আছে। উভয় দেশ পুরো কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে। কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তারা দুটি যুদ্ধসহ বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে।
আরও পড়ুনপেহেলগামে হামলায় জড়িত সবাইকে এবার পাকিস্তানি নাগরিক বলে দাবি ভারতের২৪ জুন ২০২৫