ম্যাডলিনের কিছু আরোহী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েল ত্যাগ করতে পারেন
Published: 10th, June 2025 GMT
ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনের কিছু আরোহী আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েল ত্যাগ করতে পারেন। এক্সে দেওয়া ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, জাহাজটি থেকে আটক ১২ জন অধিকারকর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আনা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েল ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, যাঁরা ইসরায়েল ত্যাগের নথিপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানাবেন, তাঁদের ইসরায়েলি আইনের অধীন ইসরায়েলের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হবে। তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে আদালতের অনুমোদন নেওয়া হবে।
আরও পড়ুনত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ নিজেদের বন্দরে নিয়ে গেছে ইসরায়েল৯ ঘণ্টা আগেজাহাজটির আরোহীদের নিজ নিজ দেশের দূতাবাসের কর্মকর্তারা বেন গুরিয়ন বিমানবন্দরে এসে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত জাহাজটি ফিলিস্তিনের গাজার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে ইতালি থেকে রওনা করেছিল। জাহাজটিতে সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ ১২ জন অধিকারকর্মী ছিলেন।
স্থানীয় সময় গত রোববার মধ্যরাতে গাজা থেকে প্রায় ১৮৫ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি আটকে দেয় ইসরায়েলের নৌবাহিনী। পরে অধিকারকর্মীসহ জাহাজটি ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনম্যাডলিন জাহাজ থেকে ভিডিওতে কী বার্তা দিলেন গ্রেটা থুনবার্গ ২২ ঘণ্টা আগেআরও পড়ুনত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ দখলে নিয়েছে ইসরায়েল, আছেন গ্রেটাসহ ১২ মানবাধিকারকর্মী ০৯ জুন ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসর য় ল ত য গ ইসর য় ল র ক রকর ম জ হ জট
এছাড়াও পড়ুন:
বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।
লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।
‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স