রাত পোহালেই মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
Published: 10th, June 2025 GMT
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ভোরে মাঠে নামছে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। বাংলাদেশের সময় অনুযায়ী বুধবার (১১ জুন) ভোর ৬টায় মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর সকাল ৬টা ৪৫ মিনিটে করিন্থিয়াস অ্যারেনায় প্যারাগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল।
আর্জেন্টিনা ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিওনেল স্কালোনির দল রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ফলে বাকি ম্যাচগুলোতে স্কালোনি একাদশে কিছু পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাচ্ছেন। তবুও শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে নেওয়ার লক্ষ্যেই নামছে আলবিসেলেস্তেরা। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল গত সেপ্টেম্বরে, যেখানে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। তবে এরপর থেকে টানা সাত ম্যাচে অপরাজেয় তারা।
অন্যদিকে, চাপে রয়েছে ব্রাজিল। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে টেবিলের চতুর্থ স্থানে। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচেই গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এবার প্যারাগুয়ের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না সেলেকাওরা। ম্যাচটি আবার বিশেষ তাৎপর্যপূর্ণ আনচেলত্তির জন্যও—একদিকে তার জন্মদিন, অন্যদিকে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে প্রথম ম্যাচ এটি।
দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে কোনো টিভি চ্যানেলে এই দুই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে না। তবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। ম্যাচগুলো দেখা যাবে ফ্যানকোড, সিবিএস স্পোর্টস ও প্যারামাউন্ট প্লাসে। এছাড়া স্পোর্টিফাই ও এইচডি স্ট্রিমজের মতো কিছু থার্ড পার্টি অ্যাপেও মোবাইল বা অনলাইন মাধ্যমে সরাসরি দেখা যেতে পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর জ ন ট ন আর জ ন ট ন
এছাড়াও পড়ুন:
নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়
আগামী বছর প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেছে টুর্নামেন্টের ড্র। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘বি’–তে । যে গ্রুপে তাদের সঙ্গী টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ৯ বারের চ্যাম্পিয়ন চীন, দ্বিতীয় সফল দল ২ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও মধ্য এশিয়ার দল উজবেকিস্তান।
টুর্নামেন্টের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। ২০২৬ সালের ৩ মার্চ এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। ৬ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে। এরপর তৃতীয় ম্যাচটি খেলতে বাংলাদেশকে যেতে হবে অস্ট্রেলিয়ার অন্য প্রান্তে। ৯ মার্চ পার্থ রেকটাঙ্গুলার স্টেডিয়ামে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ উজবেকিস্তান।
চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। গ্রুপের তৃতীয় দল উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী দল খেলেছে মাত্র একটি ম্যাচ। সেটিও ১৪ বছর আগে ২০১১ সালে। ঢাকায় এশিয়ান কাপের বাছাইপর্বের সেই ম্যাচে ০-৩ গোলে হারে বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ে কোন দল কোথায়* ৯ আগস্ট আপডেট হবে র্যাঙ্কিং। বাংলাদেশের এগোনোর সম্ভাবনা আছে।
আরও পড়ুননারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে সাবেক দুই চ্যাম্পিয়ন ২ ঘণ্টা আগেগ্রুপের শীর্ষ দুইয়ে থাকলে তো বটেই, তৃতীয় হলেও সুযোগ মিলতে পারে কোয়ার্টার ফাইনাল খেলার। তিন গ্রুপের তিনটি তৃতীয় দলের সেরা দুটিও উঠবে শেষ আটে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।
কোয়ার্টার ফাইনাল শুরু হবে ১৩ মার্চ। সেমিফাইনাল দুটি ১৭ ও ১৮ মার্চ। সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় ফাইনাল ২১ মার্চ।
বাছাইপর্বে তিনটি ম্যাচই জিতেছে বাংলাদেশ