দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ভোরে মাঠে নামছে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। বাংলাদেশের সময় অনুযায়ী বুধবার (১১ জুন) ভোর ৬টায় মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর সকাল ৬টা ৪৫ মিনিটে করিন্থিয়াস অ্যারেনায় প্যারাগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল।

আর্জেন্টিনা ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিওনেল স্কালোনির দল রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ফলে বাকি ম্যাচগুলোতে স্কালোনি একাদশে কিছু পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাচ্ছেন। তবুও শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে নেওয়ার লক্ষ্যেই নামছে আলবিসেলেস্তেরা। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল গত সেপ্টেম্বরে, যেখানে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। তবে এরপর থেকে টানা সাত ম্যাচে অপরাজেয় তারা।

অন্যদিকে, চাপে রয়েছে ব্রাজিল। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে টেবিলের চতুর্থ স্থানে। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচেই গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এবার প্যারাগুয়ের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না সেলেকাওরা। ম্যাচটি আবার বিশেষ তাৎপর্যপূর্ণ আনচেলত্তির জন্যও—একদিকে তার জন্মদিন, অন্যদিকে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে প্রথম ম্যাচ এটি।

দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে কোনো টিভি চ্যানেলে এই দুই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে না। তবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। ম্যাচগুলো দেখা যাবে ফ্যানকোড, সিবিএস স্পোর্টস ও প্যারামাউন্ট প্লাসে। এছাড়া স্পোর্টিফাই ও এইচডি স্ট্রিমজের মতো কিছু থার্ড পার্টি অ্যাপেও মোবাইল বা অনলাইন মাধ্যমে সরাসরি দেখা যেতে পারে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর জ ন ট ন আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...

বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের জীবনের গল্পটাই যেন এক সিনেমা। দিল্লির এক তরুণ থেকে মুম্বাইয়ের মান্নাত বাড়ির মালিক হয়ে ওঠা, কোটি ভক্তের ভালোবাসায় স্নাত এক তারকা—এই যাত্রা সহজ ছিল না। কিন্তু এই সাফল্যের শুরুটা ছিল বেশ রোমাঞ্চকর ও খানিকটা অবিশ্বাস্য। আজ শনিবার অভিনেতার ৬০তম জন্মদিন। এ উপলক্ষে জেনে নেওয়া যাক অভিনেতার ক্যারিয়ারের শুরুর দিকের এক ঘটনা, যা এত দিন আড়ালেই ছিল।
শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক বিবেক বাসওয়ানি সম্প্রতি রেডিও নাশার এক সাক্ষাৎকারে সেই শুরুর দিনের এক ঘটনা শেয়ার করেছেন, যেদিন ‘কিং খান’ প্রথমবারের মতো সাক্ষাৎ করেছিলেন অভিনেত্রী ও পরিচালক হেমা মালিনীর সঙ্গে।

‘হেমা মালিনী ফোন করেছেন!’
বিবেক বলেন, ‘সেদিন আমি বুঝলাম, আমি সত্যি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছি। হঠাৎ একদিন আমাদের বাড়িতে ফোন আসে। আমার বাবা ফোন ধরেন, ওপাশ থেকে কেউ বলছেন, “আমি হেমা মালিনী বলছি।” বাবা তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, “হেমা মালিনী মানে সেই সুপারস্টার?” তারপর তিনি আমাকে ঘুম থেকে টেনে তুলে বললেন, “হেমা মালিনী ফোন করেছে!”’

‘রাজু বান গেয়া জেন্টলম্যান’ সিনেমায় শাহরুখ খান। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ

  • বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
  • গ্লোবাল চায়না ফেলোশিপ, গবেষণার সুযোগ যুক্তরাষ্ট্রে
  • অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতেই
  • নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই বইমেলার তারিখ ঘোষণা
  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম, জেএসসি ছাড়াও ভর্তি
  • ইপিএফএল সামার রিসার্চ প্রোগ্রাম: আইএলটিএস ছাড়াই আবেদন
  • অনিরাপদ ওয়েবসাইটে ঢোকার আগে সতর্ক করবে গুগল ক্রোম
  • ২০২৬ সালে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম আরও ৭% কমতে পারে, বাংলাদেশে কেন কমছে না