রাত পোহালেই মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
Published: 10th, June 2025 GMT
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ভোরে মাঠে নামছে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। বাংলাদেশের সময় অনুযায়ী বুধবার (১১ জুন) ভোর ৬টায় মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর সকাল ৬টা ৪৫ মিনিটে করিন্থিয়াস অ্যারেনায় প্যারাগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল।
আর্জেন্টিনা ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিওনেল স্কালোনির দল রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ফলে বাকি ম্যাচগুলোতে স্কালোনি একাদশে কিছু পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাচ্ছেন। তবুও শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে নেওয়ার লক্ষ্যেই নামছে আলবিসেলেস্তেরা। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল গত সেপ্টেম্বরে, যেখানে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। তবে এরপর থেকে টানা সাত ম্যাচে অপরাজেয় তারা।
অন্যদিকে, চাপে রয়েছে ব্রাজিল। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে টেবিলের চতুর্থ স্থানে। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচেই গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এবার প্যারাগুয়ের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না সেলেকাওরা। ম্যাচটি আবার বিশেষ তাৎপর্যপূর্ণ আনচেলত্তির জন্যও—একদিকে তার জন্মদিন, অন্যদিকে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে প্রথম ম্যাচ এটি।
দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে কোনো টিভি চ্যানেলে এই দুই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে না। তবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। ম্যাচগুলো দেখা যাবে ফ্যানকোড, সিবিএস স্পোর্টস ও প্যারামাউন্ট প্লাসে। এছাড়া স্পোর্টিফাই ও এইচডি স্ট্রিমজের মতো কিছু থার্ড পার্টি অ্যাপেও মোবাইল বা অনলাইন মাধ্যমে সরাসরি দেখা যেতে পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর জ ন ট ন আর জ ন ট ন
এছাড়াও পড়ুন:
কালিয়াকৈরে এক মাসে ২০ ডাকাত গ্রেপ্তার
গাজীপুরে ডাকাত ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে। প্রায়ই রাতে বিভিন্ন আঞ্চলিক সড়ক ও মহাসড়কে ডাকাতের কবলে পড়ছেন সাধারণ মানুষ। এসকল ডাকাত সদস্যদের ধরতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত এক মাসে কালিয়াকৈর থানা ও মৌচাক পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ২০ জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে ছয়টি পিকআপও জব্দ করেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সুমন হোসেন ও সোহাগ নামে দুজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে মৌচাক পুলিশ ফাঁড়ি। এসময় তাদের দখলে থাকা একটি পিকআপ জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের ডাকাতি মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের তিন গ্রেপ্তার করা হয়। উপজেলার মৌচাক ফকিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকমাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতের উপদ্রব বেড়েছে। বিশেষ করে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তাদের উৎপাত বেশি।
সড়কে পুলিশ টহল থাকলেও ডাকাত সদস্যরা বিভিন্ন ঝোপঝাড়ে লুকিয়ে থাকে এরপর সুযোগ বুঝে ডাকাতি করে। এছাড়াও মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতি করে তারা। পুলিশ এরপর থেকেই বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম বলেন, “ডাকাতের উপদ্রব বেড়েছে। তবে আমরা ডাকাতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। গত ১ মাসে আমাদের পুলিশ ফাঁড়ি থেকে ১৫ জন ডাকাত সদস্য গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচটি পিকআপ জব্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “রাতে আমাদের টহল পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা গত এক মাসে ২০ জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য মিলেছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/রেজাউল/এস