ফিলিস্তিনের গাজা অভিমুখে যাওয়ার পথে ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ থেকে আটক অধিকারকর্মীদের মধ্যে ছয়জনকে ৭২ ঘণ্টার বেশি সময় পর গতকাল বৃহস্পতিবার ছেড়ে দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক এক্স পোস্টে বলা হয়, ‘রিমা হাসানসহ “সেলফি ইয়টের” আরও ছয়জন যাত্রী ইসরায়েল থেকে বেরিয়ে যাচ্ছেন। বিদায় আপনাদের। ইসরায়েল ছাড়ার আগে একটি সেলফি তুলতে ভুলবেন না।’

আরও পড়ুনত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ নিজেদের বন্দরে নিয়ে গেছে ইসরায়েল০৯ জুন ২০২৫

ওই পোস্টে ছয়জন অধিকারকর্মীর একটি ছবি জুড়ে দেওয়া হয়। ছবিতে তাঁদের উড়োজাহাজে বসে থাকতে দেখা যায়। 

বৃহস্পতিবার ছাড়া পাওয়া ছয়জন হলেন—ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, তুরস্কের সুলাইব ওর্দু, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস, জার্মানির ইয়াসেমিন আচার, ব্রাজিলের থিয়াগো আভিলা এবং ফ্রান্সের রিভা ভিয়া।

এর আগে ইসরায়েলের মানবাধিকার সংগঠন আদালাহ জানায়, ৭২ ঘণ্টার বেশি সময় আটক রাখার পর ওই ছয়জন অধিকারকর্মীকে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে।

আরও পড়ুনফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরায়েল ছাড়লেন গ্রেটা থুনবার্গ১০ জুন ২০২৫আন্তর্জাতিক জলসীমা থেকে ‘ম্যাডলিন’ জাহাজটিকে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

বন্ধুদের নিয়ে ‘উড়াল’

আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।

পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’

শুটিংয়র ফাঁকে তোলা ছবি

সম্পর্কিত নিবন্ধ