আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন দুই বিয়াই
Published: 13th, June 2025 GMT
দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীকে বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের নিয়ে বিএনপির সার্চ কমিটি গঠনের অভিযোগ উঠেছে কুমারখালী বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনছার প্রামাণিক এবং সদস্য সচিব লুৎফর রহমানের বিরুদ্ধে। তারা সম্পর্কে বেয়াই।
শুক্রবার দুপুর পৌনে ১২টায় কুমারখালী রেলস্টেশন-সংলগ্ন আব্দুর রশিদ সুপারমার্কেটে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়। ব্যানার এবং সংবাদ বিজ্ঞপ্তি ছাড়াই সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির একাংশ। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শাতিল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য আবুল কালাম আজাদ, খোন্দকার সামসুউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, চলতি বছরের ৫ জানুয়ারি নুরুল ইসলাম আনছারকে আহ্বায়ক ও লুৎফর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। তিন মাসের এ কমিটি প্রথমে ওয়ার্ড কমিটি এবং পরে ইউনিয়ন কমিটি গঠন করবে। সেই লক্ষ্যে ১১টি ইউনিয়নে ১১টি সার্চ কমিটি, একটি কাউন্সিল কমিটি গঠন করেছেন দুই বিয়াই। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ত্যাগী নেতাকর্মীকে বাদ দিয়ে ওই দলের নেতাকর্মীকে ঢুকানো হয়েছে কমিটিতে।
বক্তারা বলেন, কাউন্সিল কমিটিতে আহ্বায়কের শ্যালক রাজু আহমেদ বিপ্লবকে প্রধান করা হয়েছে। তিনি কুমারখালী পৌরসভার উচ্চমান হিসাবরক্ষক। পৌরসভার লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান টুটুল ও কর্মচারী সাইদুল ইসলামকে সদস্য করা হয়েছে। তারা আওয়ামী লীগের দোসর। দুই বিয়াই দলীয় কোনো কার্যক্রমে অন্য নেতাকর্মীকে ডাকেন না। স্বজন ও পৌরসভার কর্মচারী দিয়ে পকেট কমিটি করেছেন। জেলা কমিটিকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত আহ্বায়ক ও সার্চ কমিটিসহ সব কমিটি বাতিল না করলে কঠোর আন্দোলন করা হবে।
এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান। তাঁর দাবি, অভিযোগকারীদের অনুষ্ঠানে ডাকলেও আসেন না। এখন মনগড়া অভিযোগ করছেন। পরে সমকাল প্রতিনিধিকে সন্ধ্যায় অফিসে এসে বিস্তারিত আলোচনা করার অনুরোধ জানান বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনের বিষয়টি জানেন না জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন। তিনি বলেন, একটি অনুষ্ঠানে আছি। পরে বলা যাবে বিস্তারিত।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ন ত কর ম ক র রহম ন ব এনপ র সদস য আওয় ম
এছাড়াও পড়ুন:
ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না: নজরুল ইসলাম খান
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বিএনপি কোনো বাধা দেখছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু বাধা দেখছি না, সেহেতু এটা না–ও হতে পারে, সেই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমরা অপেক্ষা করছি, আশা করব শিগগিরই সরকার এ ব্যাপারে তাদের সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবে এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে যেসব প্রক্রিয়া করা প্রয়োজন বিএনপির পক্ষ থেকে তা করা হচ্ছে, তবে ৮২৬টির মধ্যে ৫১টি সুপারিশ নিয়ে ভিন্ন মত আছে।
এর আগে হাটহাজারীতে পৌঁছে সেখানে হেফাজতে ইসলামের প্রয়াত আমির মাওলানা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন বিএনপি এই দুই নেতা। পরে মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমী এবং শায়খুল হাদীস শেখ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
হাটহাজারী মাদ্রাসায় জুমার নামাজ আদায় শেষে সেখানে দুপুরের আহার করেন বিএনপির নেতারা। পরে তাঁরা চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজত ইসলামের আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে রওনা হন।
বিএনপির দুই স্থায়ী কমিটির সঙ্গে দলের চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির নেতা নূর মোহাম্মদ, সরোয়ার আলমগীর; দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম, ফটিকছড়ি উপজেলার বিএনপি আহ্বায়ক আজিম উল্লাহ বাহার প্রমুখ রয়েছেন।
বিএনপির নেতারা জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাতে হাটহাজারী মাদ্রাসায় গেছেন দলের নেতারা। বিএনপি নেতারা সৌজন্য সাক্ষাৎ বললেও আগামী নির্বাচনকে সামনে রেখে দলটির নেতারা হেফাজতে ইসলামের নেতারাসহ আলেম-ওলামাদের সমর্থন ও সহযোগিতা চেয়েছেন।
গত ২০ জুলাই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ সমাবেশে চট্টগ্রামে আসলে হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতা-কর্মীরা। নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ প্রমুখ। নেতা-কর্মীরা হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।