দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীকে বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের নিয়ে বিএনপির সার্চ কমিটি গঠনের অভিযোগ উঠেছে কুমারখালী বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনছার প্রামাণিক এবং সদস্য সচিব লুৎফর রহমানের বিরুদ্ধে। তারা সম্পর্কে বেয়াই।

শুক্রবার দুপুর পৌনে ১২টায় কুমারখালী রেলস্টেশন-সংলগ্ন আব্দুর রশিদ সুপারমার্কেটে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়। ব্যানার এবং সংবাদ বিজ্ঞপ্তি ছাড়াই সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির একাংশ। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শাতিল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য আবুল কালাম আজাদ, খোন্দকার সামসুউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, চলতি বছরের ৫ জানুয়ারি নুরুল ইসলাম আনছারকে আহ্বায়ক ও লুৎফর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। তিন মাসের এ কমিটি প্রথমে ওয়ার্ড কমিটি এবং পরে ইউনিয়ন কমিটি গঠন করবে। সেই লক্ষ্যে ১১টি ইউনিয়নে ১১টি সার্চ কমিটি, একটি কাউন্সিল কমিটি গঠন করেছেন দুই বিয়াই। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ত্যাগী নেতাকর্মীকে বাদ দিয়ে ওই দলের নেতাকর্মীকে ঢুকানো হয়েছে কমিটিতে।

বক্তারা বলেন, কাউন্সিল কমিটিতে আহ্বায়কের শ্যালক রাজু আহমেদ বিপ্লবকে প্রধান করা হয়েছে। তিনি কুমারখালী পৌরসভার উচ্চমান হিসাবরক্ষক। পৌরসভার লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান টুটুল ও কর্মচারী সাইদুল ইসলামকে সদস্য করা হয়েছে। তারা আওয়ামী লীগের দোসর। দুই বিয়াই দলীয় কোনো কার্যক্রমে অন্য নেতাকর্মীকে ডাকেন না। স্বজন ও পৌরসভার কর্মচারী দিয়ে পকেট কমিটি করেছেন। জেলা কমিটিকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত আহ্বায়ক ও সার্চ কমিটিসহ সব কমিটি বাতিল না করলে কঠোর আন্দোলন করা হবে।

এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান। তাঁর দাবি, অভিযোগকারীদের অনুষ্ঠানে ডাকলেও আসেন না। এখন মনগড়া অভিযোগ করছেন। পরে সমকাল প্রতিনিধিকে সন্ধ্যায় অফিসে এসে বিস্তারিত আলোচনা করার অনুরোধ জানান বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনের বিষয়টি জানেন না জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন। তিনি বলেন, একটি অনুষ্ঠানে আছি। পরে বলা যাবে বিস্তারিত।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ন ত কর ম ক র রহম ন ব এনপ র সদস য আওয় ম

এছাড়াও পড়ুন:

বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...

গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।

একনজরে সিনেমা: ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ স্ট্রিমিং: নেটফ্লিক্স ধরন: ড্রামা, ক্রাইম থ্রিলার রানটাইম: ১ ঘণ্টা ৩২ মিনিট পরিচালক: সাইমন স্টোন অভিনয় : কিরা নাইটলি, গাই পিয়ার্স, ডেভিড আজালা, গিটে উইট, আর্ট মালিক, হান্নাহ ওয়াডিংহাম, কায়া স্কোডেলারিও

লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।

‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স

সম্পর্কিত নিবন্ধ