গাজীপুরে বিএনপির ৮ আহ্বায়ক কমিটি গঠন
Published: 14th, June 2025 GMT
গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ ৫টি উপজেলা ও ৩টি পৌর ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, ১নং যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
ঘোষিত আহ্বায়ক কমিটিগুলো হলো কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি, শ্রীপুর উপজেলা ও শ্রীপুর পৌর বিএনপি, গাজীপুর সদর উপজেলা বিএনপি, কালীগঞ্জ উপজেলা ও কালীগঞ্জ পৌর বিএনপি এবং কাপাসিয়া উপজেলা বিএনপি কমিটি।
নুরুল ইসলামকে আহবায়ক ও এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং মামুদ সরকারকে আহ্বায়ক ও মহসিন উজ্জামানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আব্দুল মোতালেবকে আহ্বায়ক ও খাইরুল কবির মন্ডল আজাদকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং হুমায়ন কবির সরকারকে আহ্বায়ক ও বিল্লাল হোসেন ব্যাপারীকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি শ্রীপুর পৌর বিএনপি বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মো.
আরো পড়ুন:
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে: রিজভী
ইউনূস-তারেকের বৈঠকে দেশে স্বস্তি এসেছে: আসাদুজ্জামান
বিজ্ঞপ্তিতে নেতারা জানান, সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে এ কমিটিগুলো গঠন করা হয়েছে, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরো সুসংহত ও শক্তিশালী হবে। পাশাপাশি, আগামীর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে এসব ইউনিট অগ্রণী ভূমিকা পালন করবে বলে দলটি আশা করছে।
জেলা বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউনিটগুলোর নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
ঢাকা/রফিক/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ প র ব এনপ র উপজ ল
এছাড়াও পড়ুন:
ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু
এ বছরের ডিসেম্বরে নির্বাচন হলে তাতে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বুধবার ফেনীতে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
আজ দুপুরে ফেনী শহরের একটি মিলনায়তনে ‘বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন মিন্টু। তিনি বলেন, ‘বিশ্বাস করতে চাই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারি আগেই নির্বাচন হতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কেয়ারটেকার সরকার নিয়ে সুপ্রিম কোর্টে একটা ডেট পেন্ডিং আছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন হলে তার অধীনে ৯০ দিনে নির্বাচন হবে। সে ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন।’
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, দেশে যদি এক যুগ, দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে, তবে মানুষের অর্থনৈতিক উন্নয়ন, জানমালের উন্নয়ন হবে না। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করবে না।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘২০০৬ সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। ১৯ বছর ধরে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন–সংগ্রাম করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে যোগাযোগ করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেটিতে আস্থা রাখতে চাই। আমরা চাচ্ছি, দ্রুত নির্বাচনটি হোক।’
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও (খালেদা জিয়া) নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন।’
পরে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন।
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ওরফে ভিপি জয়নাল, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ রেহানা আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।