গাজীপুরে বিএনপির ৮ আহ্বায়ক কমিটি গঠন
Published: 14th, June 2025 GMT
গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ ৫টি উপজেলা ও ৩টি পৌর ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, ১নং যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
ঘোষিত আহ্বায়ক কমিটিগুলো হলো কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি, শ্রীপুর উপজেলা ও শ্রীপুর পৌর বিএনপি, গাজীপুর সদর উপজেলা বিএনপি, কালীগঞ্জ উপজেলা ও কালীগঞ্জ পৌর বিএনপি এবং কাপাসিয়া উপজেলা বিএনপি কমিটি।
নুরুল ইসলামকে আহবায়ক ও এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং মামুদ সরকারকে আহ্বায়ক ও মহসিন উজ্জামানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আব্দুল মোতালেবকে আহ্বায়ক ও খাইরুল কবির মন্ডল আজাদকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং হুমায়ন কবির সরকারকে আহ্বায়ক ও বিল্লাল হোসেন ব্যাপারীকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি শ্রীপুর পৌর বিএনপি বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মো.
আরো পড়ুন:
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে: রিজভী
ইউনূস-তারেকের বৈঠকে দেশে স্বস্তি এসেছে: আসাদুজ্জামান
বিজ্ঞপ্তিতে নেতারা জানান, সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে এ কমিটিগুলো গঠন করা হয়েছে, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরো সুসংহত ও শক্তিশালী হবে। পাশাপাশি, আগামীর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে এসব ইউনিট অগ্রণী ভূমিকা পালন করবে বলে দলটি আশা করছে।
জেলা বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউনিটগুলোর নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
ঢাকা/রফিক/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ প র ব এনপ র উপজ ল
এছাড়াও পড়ুন:
পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের চেয়ে দেশ অনেক বড়
ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম