গাজীপুরে বিএনপির ৮ আহ্বায়ক কমিটি গঠন
Published: 14th, June 2025 GMT
গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ ৫টি উপজেলা ও ৩টি পৌর ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, ১নং যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
ঘোষিত আহ্বায়ক কমিটিগুলো হলো কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি, শ্রীপুর উপজেলা ও শ্রীপুর পৌর বিএনপি, গাজীপুর সদর উপজেলা বিএনপি, কালীগঞ্জ উপজেলা ও কালীগঞ্জ পৌর বিএনপি এবং কাপাসিয়া উপজেলা বিএনপি কমিটি।
নুরুল ইসলামকে আহবায়ক ও এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং মামুদ সরকারকে আহ্বায়ক ও মহসিন উজ্জামানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আব্দুল মোতালেবকে আহ্বায়ক ও খাইরুল কবির মন্ডল আজাদকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং হুমায়ন কবির সরকারকে আহ্বায়ক ও বিল্লাল হোসেন ব্যাপারীকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি শ্রীপুর পৌর বিএনপি বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মো.
আরো পড়ুন:
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে: রিজভী
ইউনূস-তারেকের বৈঠকে দেশে স্বস্তি এসেছে: আসাদুজ্জামান
বিজ্ঞপ্তিতে নেতারা জানান, সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে এ কমিটিগুলো গঠন করা হয়েছে, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরো সুসংহত ও শক্তিশালী হবে। পাশাপাশি, আগামীর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে এসব ইউনিট অগ্রণী ভূমিকা পালন করবে বলে দলটি আশা করছে।
জেলা বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউনিটগুলোর নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
ঢাকা/রফিক/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ প র ব এনপ র উপজ ল
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন