নিখোঁজ কিশোরের লাশ মিলল সেপটিক ট্যাংকে
Published: 17th, June 2025 GMT
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আবু রায়হান নেহাল (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬) জুন রাত ১০টার দিকে উপজেলার ভাইটকান্দি গ্রামের সোবহানের বাড়ির পেছনের সেপটিক ট্যাংকির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার হয়। ফুলপুর থানার ওসি আব্দুল হাদী এ তথ্য জানান।
মারা যাওয়া নেহাল উপজেলার ছনধরা ইউনিয়নের হরিনাদী তারাকান্দা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। সে ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।
আরো পড়ুন:
ঝিনাইদহে ছেলের হাতে বাবা খুন
কারাগারে ‘ফাঁস নিলেন’ জুলাই-আগস্ট হত্যা মামলায় গ্রেপ্তার সুজন
স্থানীয় সূত্র জানায়, নেহাল গত ১৩ জুন শুক্রবার রাত ১১টার দিকে ভাইটকান্দি সখল্যা মোড় থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। গতকাল সোমবার রাত ১০টার দিকে সখল্যা গ্রামের সোবহানের বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হয়। পরে ট্যাঙকের ঢাকনা সরিয়ে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ফুলপুর থানার ওসি আব্দুল হাদী বলেন, “ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বাদী আজ এজাহার দিলে বিস্তারিত বলা যাবে। দোষীদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।”
ঢাকা/মিলন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র মরদ হ
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।